কমল মজুমদার, জঙ্গিপুর: ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের পাশাপাশি আজ প্রকাশিত হতে চলেছে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও জঙ্গিপুর কেন্দ্রের বিধানসভা নির্বাচনের ফল। গোটা রাজ্যের নজর মুর্শিদাবাদের এই দুই কেন্দ্রের ওপরেও। একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী এবং জঙ্গিপুরের বাম প্রার্থীর মৃত্যুতে ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন-কেন্দ্রীয় দল কত জল ছাড়ল, প্লাবন দেখে গিয়েছিল অপরূপা
সকাল আটটা থেকে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে দুই কেন্দ্রের ভোট গণনা শুরু হবে। সামশেরগঞ্জ কেন্দ্রে ২৪ রাউন্ড গণনা হবে এবং জঙ্গিপুরে ২৬ রাউন্ড। দুটি কেন্দ্রের জন্য ১৪টি করে টেবিল থাকবে। ফল প্রকাশ হতে দুপুর তিনটে বেজে যেতে পারে। কোভিড আবহে রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের গণনাকেন্দ্রে প্রবেশে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কাউন্টিং এজেন্টদের কোভিডের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখাতে হবে। টিকা না নেওয়া হলে র্যারপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। নেগেটিভ হলেই ঢুকতে পারবেন।
৩০ সেপ্টেম্বর এই দুই কেন্দ্রে ভোট হয়েছে। মুর্শিদাবাদে বিধানসভা আসন ২২টি। তৃণমূল কংগ্রেস জিতেছিল ১৮ কেন্দ্রে, বিজেপি দুটিতে। সামশেরগঞ্জ ও জঙ্গিপুর জিতে তৃণমূল কংগ্রেস ২২শে ২০ বিধায়ক করে নিতে চাইছে।
আরও পড়ুন-আপাতদৃষ্টিতে মহালয়ার সঙ্গে দুর্গাপুজোর কোনও যোগই নেই
সামশেরগঞ্জ কেন্দ্রে সাতজন ও জঙ্গিপুর কেন্দ্রে নজন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সামশেরগঞ্জে মূল লড়াই তৃণমূল কংগ্রেসের বিদায়ী বিধায়ক আমিরুল ইসলামের সঙ্গে কংগ্রেসের জইদুর রহমানের। অন্যদিকে জঙ্গিপুরে লড়াই প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের সঙ্গে বিজেপি প্রার্থী সুজিত দাসের। জঙ্গিপুরে ভোট পড়েছে ৭৭.৬৩ শতাংশ, সামশেরগঞ্জে ৭৯.৯২শতাংশ।