বঙ্গ

বাঙালির আবেগে আঘাত করে দুর্গাকে নিয়ে ছেলেখেলা দিলীপ-সুকান্ত-শুভেন্দুর

একুশের বিধানসভা ভোটের আগে কলকাতায় একটি কনক্লেভে দিলীপ ঘোষ দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল দিলীপকে। সেই সময় রাজ্যে বিজেপির মুখ ছিলেন, তাই স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে বিজেপি “দুর্গা বিরোধী”!

দুর্গা নিয়ে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন নয়। আগেও বহুবার এই দৃশ্য দেখা গিয়েছে। গতবছর যখন রাজ্যের ক্ষমতা দখলের তাগিদ ছিল তখন কতই না নাটক করেছিল বঙ্গ বিজেপি নেতৃত্ব। সল্টলেকের ইজেডসিসি-তে প্রথমবারের মতো ঢাক-ঢোল পিটিয়ে আয়োজিত হয়েছিল বঙ্গ বিজেপির দুর্গাপুজো।

আরও পড়ুন-কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী

সেই পুজো উদ্বোধন করতে এসেছিলেন অমিত শাহ। দিল্লি থেকে ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতবারেও এই পুজো নিয়ে প্রবল আপত্তি তুলেছিলেন দিলীপ ঘোষ ও তাঁর শিবিরের নেতারা। দিলীপ ঘোষ জানিয়ে ছিলেন, কোনও রাজনৈতিক দলের কাজ নয় পুজোর আয়োজন করা। তাই ইজেডসিসি-তে যে পুজো হচ্ছে তা বিজেপির কয়েকজন নেতা করছেন, তা দলের পুজো নয়। এবারও প্রবল আপত্তি তুলেছেন তিনি। গতবছরও বিরোধিতা করে এই পুজোয় তিনি ছিলেন না। এবারও থাকবেন না।

কিন্তু রাজ্য বিজেপির নতুন সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু পুজো করতে বদ্ধ পরিকর।তাঁর লবির নেতাদের নিয়ে সেই আয়োজনও করে ফেলেছেন সুকান্ত। এবার বিজেপির পুজোয় কলকাতায় আমন্ত্রিত সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে এসব সুকান্তের বুদ্ধিতে নয়, দলের মধ্যে দিলীপ ঘোষকে আরও কোণঠাসা করতে শুভেন্দু অধিকারীর কূটনৈতিক চাল। কলকাঠি নাড়ার মূলে আসলে শুভেন্দু। পুজোকে ঘিরে বঙ্গ বিজেপি শিবিরের আড়াআড়ি বিভাজন এবার সামনে নিয়ে চলে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার।

আরও পড়ুন-

কেউ আবার বলছেন,”সংকল্প” রয়েছে, তাই তিন বছর পুজো করতে হয়। সুতরাং, ভক্তি ভরে দেবী দুর্গার আরাধনা নয়, ককিছুটা রাজনৈতিক বাধ্যবাধকতা ও লোকলজ্জা এড়াতে এবারও পুজোর আয়োজন করেছে বিজেপি।

সবমিলিয়ে দুর্গাপুজোকে সামনে রেখে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে “দুর্গা বিরোধী” বঙ্গ বিজেপির। মা দুর্গাকে নিয়ে কার্যত ছেলেখেলার শুরু করেছেন দিলীপ-সুকান্ত-শুভেন্দুরা।

মা দুর্গাকে কার্যত অপমান করে আসলে বাঙালির আবেগ, শ্রদ্ধা, কৃষ্টি, সংস্কৃতিতেই আঘাত করছে বিজেপি।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago