৪ ডিসেম্বর শুরু চলচ্চিত্র উৎসব : মুখ্যমন্ত্রী

দায়িত্বে গৌতম ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Must read

প্রতিবেদন : নিজের অস্তিত্ব বাংলা আজও ধরে রেখেছে। উত্তমকুমারের সঙ্গে বাংলার অস্তিত্বের রক্তের সম্পর্ক। বুধবার মহানায়ক উত্তমকুমারের ৪৪তম প্রয়াণ দিবসে ধনধান্য অডিটোরিয়াম থেকে এভাবেই তাঁকে স্মরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিজের পরিচিতি কখনও নষ্ট করতে নেই। সকলকে ভালবেসে নিজের শিকড়কে খুঁজে নিয়ে আমরা নতুনত্বের সন্ধান করি। একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করলেন। চলতি বছর ৪ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই উৎসব। এবারের নয়া চেয়ারম্যান করা হল পরিচালক তথা অভিনেতা গৌতম ঘোষকে। কো-চেয়ারম্যান হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এতদিন চেয়ারম্যান পদে ছিলেন রাজ চক্রবর্তী। নতুন চেয়ারম্যানকে নির্দেশ দিয়ে জানান, তাঁরা নিজেদের মতো কমিটি তৈরি করে যেন কাজ এগোতে থাকে। মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন। ২৩ জন অভিনেতা-অভিনেত্রীকে মহানায়ক সম্মান জানানো হয়েছে। ৪১ জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান জানানো হয়েছে। ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র সম্মান দেওয়া হয়েছে। ২১ জনকে সারা জীবনের অবদানের জন্য পুরস্কৃত করা হয়েছে। চার দশকে বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মহানায়ক সম্মান পেয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী। বিশেষ চলচ্চিত্র সম্মান পেয়েছেন অম্বরীষ ভট্টাচার্য, রুক্মিণী মৈত্র, শুভাশিস মুখোপাধ্যায়। এছাড়াও রচনা বন্দ্যোপাধ্যায় সংসদে থাকায় তিনি পরে পুরস্কার নেবেন।

আরও পড়ুন: বঞ্চিত বাংলা: ‘BUDGET’ বর্ণের ব্যাখ্যা দিয়ে সংসদে তীব্র প্রতিবাদ অভিষেকের 

Latest article