চাকরির চাপে আত্মহত্যা মার্শাল আর্ট কোচের!

Must read

ভোপাল: মধ্যপ্রদেশে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হল আন্তর্জাতিক জুজুৎসু খেলোয়াড় এবং মার্শাল আর্ট কোচ (martial arts player) রোহিণী কালামের দেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন রোহিণী।
২০০৭ সালে পেশাদার (martial arts player) কেরিয়ার শুরু করেন রোহিণী। ১৯তম এশিয়ান গেমসে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক জুজুৎস প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছেন। খেলা ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন। আস্থা এলাকার একটি বেসরকারি স্কুলে মার্শাল আর্টের কোচিং করাতেন। কিন্তু চাকরিক্ষেত্রে চাপের মুখে পড়েই আত্মহত্যার পথে বেছে নিয়েছেন রোহিণী, এমনটাই দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা।
রোহণীর বোন রোশনি জানিয়েছেন, চাকরিক্ষেত্রে চাপের মধ্যে ছিলেন তাঁর দিদি। কয়েকদিন আগেই বাড়ি আসেন। রবিবার সকালে জলখাবার খাওয়ার পর ফোনে কারও সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এর পর নিজের ঘরে ঢুকে ভিতর থেকে দরজা লক করে দেন। তারপরই শেষ করে দেন নিজেকে।

আরও পড়ুন-বিনামূল্যে অভাবীদের প্রাইভেট টিউশন প্রকল্প চালু করলেন সাংসদ

Latest article