টিএমসিপি’র উদ্যোগে একুশে ফেব্রুয়ারি

উপস্থিত ছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হলেও কার্যত সারা বাংলার ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Must read

প্রতিবেদন : পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ বা টিএমসিপির (TMCP) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। উপস্থিত ছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হলেও কার্যত সারা বাংলার ছাত্রছাত্রীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-চার্জশিটে বিজেপি নেতার নাম, ধুইয়ে দিল তৃণমূল

গান-নাচ-কবিতা-আবৃত্তির মধ্যে দিয়ে বর্ণময় অনুষ্ঠানে বক্তা ও শিল্পীরা ভাষা দিবসের তাৎপর্য, লড়াইয়ের ইতিহাস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ তুলে ধরেন। এর পাশাপাশি এদিন সরস্বতী পুজো উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা, ‘সবার শিক্ষা, সবার সরস্বতী’র বিজয়ী কলেজ, বিশ্ববিদ্যালয় ও জেলা কমিটির হাতেও পুরস্কার তুলে দেন টিএমসিপি নেতৃত্ব। অনুষ্ঠানে পড়ুয়াদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Latest article