আজ ১২ মে। আন্তর্জাতিক নার্স দিবস (International Nurse Day)। সকল নার্সের পরিশ্রমকে শ্রদ্ধা জানাতে আজকের দিনটি নির্দিষ্ট করা হয়েছে। ১২ মে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। তিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা। জানা যায়, ১৯৬৫ সালে প্রথম আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। এই দিন সমাজ সংস্কারক, পরিসংখ্যানবিদ এবং আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতার জন্মদিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকেই নির্দিষ্ট করা হয়েছে নার্সিং দিবস হিসেবে। আন্তর্জাতিক নার্স দিবসে (International Nurse Day) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) সকল নার্সকে কুর্নিশ জানিয়েছেন।
নার্সদের কঠিন পরিশ্রম এবং তাদের সেবা ছাড়া কোনও রোগীর সুস্থ হয়ে ওঠা একেবারেই সম্ভব নয়। আজ সেই সেবিকাদের শ্রদ্ধা জানানোর দিন। আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নার্স দিবস।
আরও পড়ুন: সুপ্রিম রায়ে আপাত-স্বস্তি, তবে পুনর্বিবেচনা মানে প্রত্যাহার নয়