সুনীতা সিং, পূর্ব বর্ধমান: কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে কৃষির উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব নিয়ে সফটওয়্যার তৈরি করে আন্তর্জাতিক স্তরে পুরস্কৃত হলেন বর্ধমানের কাঁটাপুকুর এলাকার অয়ন ঘোষ। তাঁর তৈরি এই সফটওয়্যার সহজেই কৃষকদের চাষাবাদ সংক্রান্ত বিষয়ে নানা তথ্য জানিয়ে সহায়তা করবে। আন্তর্জাতিক স্তরে সারা বিশ্বের ১৮০টি দেশ থেকে প্রায় ২০ হাজার প্রতিযোগীর মধ্যে অয়নের সফটওয়্যারকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়।
আরও পড়ুন-ইউরোপীয় ইউনিয়নের ভূমিকায় ক্ষো.ভ ইউক্রেনের
অয়ন জানান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে বিশ্ব উষ্ণায়ন, খাদ্যসংকটের মতো বিষয়গুলির স্থায়ী সমাধানের উপর জোর দেওয়াই ছিল প্রতিযোগিতার মূল লক্ষ্য। প্রতিযোগিতায় অংশ নিয়ে ভারতীয় আবহাওয়ায় চাষের সুবিধার্থে একটি সফটওয়্যার তৈরি করি। এই সফটওয়্যারের মাধ্যমে চাষিরা নিজেদের এলাকায় আবহওয়ার অগ্রিম পূর্বাভাস পেয়ে অনেক ক্ষেত্রেই ফসল রক্ষা করতে পারবেন। এছাড়াও কোন মাটিতে কোন ধরনের ফসল উপযোগী হবে ও ফলনের ক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়েও তাঁরা জানতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। এমনকী উৎপাদিত ফসল অনলাইনে বিক্রিও করা যাবে। বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্য থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে এই সফটওয়্যার চাষিদের সঠিক তথ্য দিতে সক্ষম হবে। অয়নের ওই সফটওয়্যারকেই সেরা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত অয়ন বলেন, আগামী দিনে এই প্রযুক্তির মাধ্যমে চাষের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব হবে। এই প্রযুক্তি আরও উন্নতভাবে ব্যবহার করা সম্ভব কি না তা নিয়েও পরে কাজের ইচ্ছে আছে।