প্রতিবেদন : বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভাষা-সন্ত্রাস ও বাঙালি-বিদ্বেষ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকেই সিলমোহর দিল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস ওয়াচ’। এদের সাম্প্রতিক রিপোর্টেও কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যেরই প্রতিফলন ঘটেছে। আর এই রিপোর্ট সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা তুলে ধরে ফের তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, যা এতদিন ধরে বলেছি, তাই এবার আন্তর্জাতিক মঞ্চেও উঠে এল। বাংলা ভাষাভাষী মানুষদের টার্গেট করা হচ্ছে বিজেপির সরাসরি মদতে। হিউম্যান রাইটস ওয়াচ-এর রিপোর্টে বলা হয়েছে, অসম, গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশার মতো একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী বহু ভারতীয় নাগরিককে বেআইনিভাবে বিদেশি ঘোষণা করে দেশ থেকে তাড়ানোর চেষ্টা চলছে। কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের নীতির ভিত্তিতেই এই ‘দেশান্তর প্রক্রিয়া’ চলছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, এটা শুধু নিন্দনীয় নয়, সাংবিধানিক অপরাধ। বিজেপি ভাষার নামে বিভাজনের রাজনীতি করছে। এটা ভারতের পক্ষে আন্তর্জাতিক লজ্জা। হিউম্যান রাইটস ওয়াচ-এর এশিয়া ডিরেক্টর এলেইন পিয়ারসনের বক্তব্যও সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলা ভাষাভাষী বহু ভারতীয়কে বেআইনিভাবে বিতাড়িত করা হয়েছে। প্রশাসনের যুক্তি—তারা অনিয়মিত অভিবাসী, এই কথা একেবারেই গ্রহণযোগ্য নয়। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বাংলায় এর বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলা হবে।