কলকাতায় শুরু আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব

শুক্রবার আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

Must read

কলকাতায় শুরু হয়ে গেল আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব। শুক্রবার আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল সত্যজিৎ রায় অডিটোরিয়ামে। এদিনের এই অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-লাদাখে সেনাবাহিনীর বাস নদীতে পড়ে নিহত ৭ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি প্রদীপ্ত রায়, নৃত্যশিল্পী অলকানন্দা রায় ,অভিনেতা সাহেব চট্টোপাধ্যায় ,অনুসূয়া মজুমদার, সংগীতশিল্পী কল্যাণ সেন বরাট, দীনেশ পোদ্দার, বিরবাহা হাঁসদা (মন্ত্রী)পশ্চিমবঙ্গ সরকার ,পন্ডিত কুমার বোস, সন্দীপচৌধুরী, চিত্রপরিচালক, মৌসুমী দাস গুপ্ত, রিয়া রায় প্রমুখ।

আরও পড়ুন-চাহিদা বাড়ায় সক্রিয় বিদ্যুৎ বণ্টন নিগম

আন্তর্জাতিক স্বল্প দৈর্ঘ্যের ছবি উৎসব এবার বিশিষ্ট পরিচালক সত্যজিৎ রায়ের স্মৃতিচারণে উৎসর্গ করা হয়েছে। তাকে ঘিরেই ছিল এদিনের সমগ্র অনুষ্ঠান। এবারের আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে থাকছে একটি সাঁওতালি ছবি যা নিয়ে আপ্লুত বিরবাহা হাঁসদা। তিনি এদিন বলেন, ‘মানুষের হাতে সময় কম, তাই শর্ট ফিল্ম এখন খুবই গ্রহণযোগ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পিছিয়ে পড়া সকল মানুষকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তাই খুব ভালো হয় যদি পিছিয়ে পরা এই শ্রেণীর মানুষদের নিয়ে আরো বেশি করে ছবি করা যায়। সেখানেই অনেক ভালো ও প্রতিভাশালী অভিনেতা অভিনেত্রী ও পরিচালক রয়েছেন। তাদের সামনে আসার সুযোগ করে দেওয়া আমাদের সকলের দায়িত্ব। এছাড়া আজকের সময়ে দাঁড়িয়ে অনেক ভাল ছবি নষ্ট হয়ে যাচ্ছে শুধু প্রযোজকের এভাবে। সেই দিকেও একটু নজর দিলে ভালো হয়।তবে এই ধরণের অনুষ্ঠান সকলকে আরো উজ্জীবিত করবে ও অনুপ্রেরণা দেবে বলেই মনে করি’।

Latest article