সংবাদদাতা, সুন্দরবন : শুক্রবার ছিল আন্তর্জাতিক ব্যাঘ্রদিবস। পৃথিবীর অন্যতম বৃহৎ বাদাবন সুন্দরবনে বড় ডেরা রয়্যাল বেঙ্গল টাইগারের। পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবনে বাঘে-মানুষে সংঘাত নয়। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে। সুন্দরবন বাঁচলে তবেই থাকতে পারবেন এখানকার বাসিন্দারা। এই বার্তা দিয়েই দিনভর নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্যাঘ্র দিবস বিশেষভাবে উদযাপিত হল সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প এলাকাগুলিতে। সজনেখালি ও ঝড়খালিতে এলাকার স্কুলপড়ুয়াদের নিয়ে হল পদযাত্রা।
আরও পড়ুন-বক্সা থেকে সরবে বস্তি
পদযাত্রায় অংশ নেন ডিএফও মিলন মণ্ডল এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা তাপস দাস-সহ অন্যরা। এই উপলক্ষে হল ক্যুইজ, আলোচনাসভা ও সচেতনতা শিবির। অনুষ্ঠানে বন সুরক্ষা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মৎস্যজীবীদের নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা হয়। বাসন্তীর চম্পা মহিলা সোসাইটির উদ্যোগেও দিনটি পালিত হয়। অনুষ্ঠানে মৎস্যজীবী, মউলে ও বাঘ-বিধবারা সামিল হন। সংস্থার প্রতিষ্ঠাতা জাতীয় শিক্ষক অমল নায়েকের উদ্যোগে বাঘ বাঁচানোর শপথ নেন এলাকার মানুষ। চলতি বছরে সুন্দরবনকে দু’ভাগে ভাগ করে ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে বাঘগণনার কাজ হয়। এবারের গণনার প্রাথমিক রিপোর্টে সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে বলে জানান ডিএফও মিলন মণ্ডল।