প্রতিবেদন : পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশের ৪৮ ঘণ্টার মধ্যেই এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফের সুদের হার কমাল কেন্দ্রের মোদি সরকার। সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। পরিসংখ্যান বলছে, ১৯৭৮-৭৯ সালের পর ইপিএফের সুদের হার কখনও এত নিচে নামেনি। কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি (INTTUC)। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক বিবৃতিতে এই সিদ্ধান্তের সমালোচনা করে জানিয়েছেন, দেশের মানুষকে এটা বিজেপির নির্বাচনী জয়ের উপহার। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, আইএনটিটিইউসি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করার দাবি জানাচ্ছে। বিজেপি সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আইএনটিটিইউসি-র (INTTUC) সমস্ত জেলা সভাপতিদের অবিলম্বে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন – উদাসীন কেন্দ্র, কর্মহীন দশ হাজার চা-শ্রমিক
সুদ কমানোর বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে আইএনটিটিইউসি। মাধ্যমিক পরীক্ষার জন্য এই বিক্ষোভ মাইক ছাড়াই করা হবে। শনিবার আইএনটিটিইউসি-র সাংগঠনিক জেলা কমিটি ঘোষণা করতে এসে এ কথা জানান রাজ্য সভাপতি ঋতব্রত বন্দোপাধ্যায়। তিনি বলেন, “গত ৪৪ বছরে ইপিএফ-এর সুদের হার এত কমেনি।” পাশাপাশি এদিন তিনি ঘোষণা করেন, পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি কারখানায় বিশেষত হলদিয়া ও কোলাঘাট শিল্পাঞ্চলে আইএনটিটিইউসি ইউনিট গঠন করা হবে।