রেলের হকার উচ্ছেদ পথে আইএনটিটিইউসি

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : স্টেশন সৌন্দর্যায়নের নামে একের পর এক হকার উচ্ছেদ। রেলের বিরুদ্ধে প্রতিবাদে পথে নামল আইএনটিটিইউসি (INTTUC)। অভিযোগ, বেশ কয়েক মাস ধরে চলছে এনজেপি স্টেশনের কাজ। উন্নয়নের নামে পাল্লা দিয়ে চলছে রেলের হকার উচ্ছেদ। পুনর্বাসনের দাবি জানিয়েও তাতে কর্ণপাত করেনি রেল। তখনই আরও জোরালো আন্দোলনের ডাক দিয়েছিল আইএনটিটিইউসি (INTTUC)। সোমবার সেই মতোই দলীয় পতাকা হাতে মিছিল করে রেল আধিকারিককে স্মারকলিপি প্রদান করল আইএনটিটিইউসি এনজেপি শাখা। এদিন সংগঠনের সভাপতি সুজয় সরকারের নেতৃত্বে একটি এনজেপি দলীয় দফতর থেকে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলে প্রচুর স্ট্রিট হকার অংশগ্রহণ করে। পরবর্তীতে মিছিলটি রেলের এডিআরএমকে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে। আইএনটিটিইউ সভাপতি সুজয় সরকার জানান, তাঁদের সংগঠন উন্নয়নের পক্ষে, তবে উন্নয়নের নামে যেভাবে স্ট্রিট হকার উচ্ছেদ করা হচ্ছে তা তারা কোনও ভাবেই মানবেন না।

আরও পড়ুন- নাবালিকা গণধর্ষণে দোষীদের যাবজ্জীবন জেল

Latest article