বনগাঁয় নবজোয়ার, প্রস্তুতিসভা আইএনটিটিইউসির, অভিষেকের বার্তা শুনতে উদগ্রীব কর্মীরা

নারায়ণ ঘোষ ছাড়াও ছিলেন পুরপ্রধান গোপাল শেঠ ও অন্যরা। এই সভাগুলিতে মহিলা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Must read

সংবাদদাতা, বনগাঁ : ১২ জুন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে বনগাঁ সাংগঠনিক জেলায় উপস্থিত হবেন। তাকে সফলভাবে রূপায়ণ করতে জেলা আইএনটিটিইউসি-র সভাপতি নারায়ণ ঘোষের নির্দেশে জেলা আইএনটিটিইউসি-র ১৪ টি ব্লক ও শহরে (বাগদা পূর্ব ও পশ্চিম, নীলদর্পণ, বনগাঁ উত্তর ও দক্ষিণ, স্বরূপনগর উত্তর, দক্ষিণ ও পশ্চিম, গাইঘাটা পূর্ব ও পশ্চিম, গাইঘাটা ব্লক (১), গাইঘাটা দক্ষিণ,গোবরডাঙা শহর, ও বনগাঁ শহর আইএনটিটিইউসি-কর) প্রস্তুতিসভা হয় রবিবার সন্ধ্যায়।

আরও পড়ুন-অভিষেকের নবজোয়ারে রেকর্ড ভিড় হবে, হাওড়ায় সমবায়মন্ত্রী অরূপ

নারায়ণ ঘোষ ছাড়াও ছিলেন পুরপ্রধান গোপাল শেঠ ও অন্যরা। এই সভাগুলিতে মহিলা শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারায়ণ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আসার অপেক্ষায় মুখিয়ে রয়েছেন সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা। তিনি কর্মীদের কী নির্দেশ দেন এবং দলকে আরও সংগঠিত করতে কী বার্তা দেন, তার অপেক্ষায় আছি আমরা।

Latest article