বিজেপি রাজ্যে শ্রমিক খুনের প্রতিবাদ, উত্তরে গর্জে উঠল আইএনটিটিইউসি

বিজেপি শাসিত রাজ্যে একের পর এক শ্রমিক খুন। এরই প্রতিবাদে উত্তরের দুই জেলায় গর্জে উঠল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি

Must read

সংবাদদাতা রায়গঞ্জ ও শিলিগুড়ি : বিজেপি শাসিত রাজ্যে একের পর এক শ্রমিক খুন। এরই প্রতিবাদে উত্তরের দুই জেলায় গর্জে উঠল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সোমবার হরিয়ানায় বাঙালি শ্রমিক সাবির মল্লিককে খুনের ঘটনায় প্রতিবাদ মিছিল দার্জিলিং জেলা আইএনটিটিইউসির। শিলিগুড়ির বিবেকানন্দ মোড় থেকে প্রতিবাদ মিছিলটি নেতাজি মোড় হয়ে অগ্রণী সংঘ হয়ে হকার্স ইউনিয়নে শেষ হয়। ছিলেন দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে, সাধারণ সম্পাদক সৌম্য মজুমদার, শিলিগুড়ি টাউন ৩ সভাপতি সুজয় সরকার, মহম্মদ আলাউদ্দিন, বাপি ভট্টাচার্য, পরিমল মালাকার, মহম্মদ দুলারে সহ অন্যান্যরা।

আরও পড়ুন-ভারতে ইলিশ রফতানি নিয়ে চাপে পড়ল ইউনুস সরকার

একইভাবে প্রতিবাদ সভা আয়োজিত হলো রায়গঞ্জে। বকুলতলায় আয়োজিত এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, আই এন টিটি ইউ সি জেলা সভাপরি শেখর দাস, ব্লক আইএনটিটিইউসি সভাপতিরা, তপন দাস, রনজ দাস প্রমুখ। এদিন প্রত্যেক ব্লক থেকে শ্রমিক সংগঠনের সদস্যরা উপস্থিত হয়েছিলেন। আই এন টি টি ইউ সি জেলা সভাপতি শেখর দাস জানান, বিজেপি শাসিত রাজ্যে প্রায়ই খুন হচ্ছেন বাংলার শ্রমিকরা। এবিষয়ে কোলকাতায় সমাবেশ হয়েছিলো আই এন টি টি ইউ সি-র। এরপর প্রত্যেক জেলা ও ব্লক স্তরে প্রতিবাদ সভা হচ্ছে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন তিনি। এদিন তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে ভারতের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিকদের সাহায্য করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাংলার শ্রমিকদের মেরে ফেলা হচ্ছে, তাদের কাজের টাকা দেওয়া হচ্ছে না। একদিকে বাংলার মুখ্যমন্ত্রীর বি এম এস ওয়াই প্রকল্পের আওতায় এক কোটির বেশি শ্রমিক উপকৃত হচ্ছেন। সরকার স্বাভাবিক মৃত্যুতে সাহায্য করেছে। অন্যদিকে বাংলার প্রতি বিদেশী আচরণ করছে বিজেপি শাসিত রাজ্য।

Latest article