গত ২৮ মে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র (INTTUC) উদ্যোগে ঐতিহাসিক শ্রমিক সমাবেশ হয় হলদিয়ায়। সেই মঞ্চ থেকেই শ্রমিকদের সমস্যা সমাধানে একশো দিন সময় চেয়ে নেন সভার প্রধান বক্তা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই ঘোষণার পরই কাজ শুরু করে দিল আইএনটিটিইউসি নেতৃবৃন্দ। সেই ঐতিহাসিক সমাবেশের আটদিনের মাথায় রবিবার হলদিয়ায় হয়ে গেল আইএনটিটিইউসি-র (INTTUC) তমলুক সাংগঠনিক জেলা কমিটির সভা। সভায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই সভায় হলদিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন সংস্থার চার্টার অফ ডিমান্ড নিয়ে আলোচনার দিনক্ষণ চূড়ান্ত করা হয়। সূচি অনুযায়ী আগামী ৮ মে প্রথম সভাটি অনুষ্ঠিত হবে ইমামিতে। বিকেল পাঁচটায় কারখানা চত্বরেই এই সভা ডাকা হয়েছে। সভায় কারখানার সব শ্রমিককে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। এই ভাবে একে একে আলাদা আলাদা করে প্রতিটি সংস্থার শ্রমিকদের নিয়ে বৈঠক হবে। সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা চার্টার অফ ডিমান্ড নিয়ে এবার পুরোপুরি স্বচ্ছতার সঙ্গে এগোতে চাইছি। এই নিয়ে প্রতিটি সংস্থায় আলাদা করে সভা হবে। সেখানে তাঁরা কী চান তা খোলাখুলি ভাবে জানাতে পারবেন শ্রমিকরা। তারপর ওই সভা থেকেই একটি কমিটি তৈরি করা হবে। যাঁরা পরবর্তীকালে সংশ্লিষ্ট দফতরে গিয়ে চার্টার অফ ডিমান্ড জমা দেবেন। এদিনের সভায় প্রায় অধিকাংশ সংস্থায় সভার দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। বাকিগুলির দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে।
আরও পড়ুন: রাজনৈতিক জীবনের শুরুতে শিক্ষক ছিলেন নেত্রী