চা-বাগানের পিএফ সংক্রান্ত তথ্য প্রকাশের দাবিতে আজ গর্জে উঠবে আইএনটিটিইউসি

শ্রমিকদের ন্যায্য আদায়ে লড়ছে আইএনটিটিইউসি।

Must read

প্রতিবেদন : শ্রমিকদের ন্যায্য আদায়ে লড়ছে আইএনটিটিইউসি। এবার চা-বাগানের পিএফ সংক্রান্ত সমস্ত তথ্য অবিলম্বে প্রকাশ করার দাবিতে আজ, সোমবার জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস ঘেরাও করবে আইএনটিটিইউসি অনুমোদিত চা-বাগান শ্রমিক ইউনিয়ন। কর্মসূচির নেতৃত্ব দেবেন সংগঠনের রাজ্যসভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। থাকবেন সাংসদ প্রকাশচিক বরাইক, জেলা সভানেত্রী মহুয়া গোপ। ঘেরাও প্রসঙ্গে ঋতব্রত বলেন, পিএফ অফিসের সঙ্গে একশ্রেণির বাগান মালিক এবং বিজেপি নেতাদের আঁতাতের ফলে কোনও তথ্য পাওয়া যাচ্ছে না।

আরও পড়ুন-স্বামী বিবেকানন্দের সর্বজনীন সম্প্রীতির বার্তা চিরন্তন পথপ্রদর্শক: শ্রদ্ধায়-স্মরণে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

এর ফলে বকেয়ার হিসাব পুরো ঘুরিয়ে দিচ্ছে পিএফ অফিস। ৫ কোটিকে দেখানো হচ্ছে ৫০ লাখ। বড় গরমিল হচ্ছে জেনে নিজেদের পিঠ বাঁচাতে ইচ্ছাকৃত কোনও তথ্য দিচ্ছে না পিএফ অফিস। এরফলে আইনি ব্যবস্থাও নেওয়া যাচ্ছে না। এর আগেও দাবি নিয়ে ঘেরাও হয়েছে পিএফ অফিস। কাজ না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। সেইমতোই আন্দোলন চলবে। সম্প্রতি কেন্দ্রের অধীনস্থ চার বাগান কারবালা, বানারহাট, চুনাভাট্টি এবং নিউ ডুয়ার্স-এর শ্রমিকদের নিয়ে কনভেনশন করে চা-বাগান শ্রমিক ইউনিয়ন। তখন ঋতব্রত ওই শ্রমিকদের সঙ্গে কথা বলেন। শ্রমিকরা তথ্য দেন, ২০২৩ সালের সেপ্টেম্বর মাস থেকে পিএফ জমা হচ্ছে না। সংসদেও এই প্রসঙ্গ তোলেন ঋতব্রত। কেন্দ্রের তরফেও এই গাফিলতি স্বীকার করা হয়। এভাবেই বঞ্চনা চলছে বলে ক্ষোভ উগরে দেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। এসব প্রসঙ্গে বলে গিয়ে কেন্দ্রের মন্ত্রী ও সাংসদের ভাঁওতার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। সম্প্রতি আলিপুরদুয়ারে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ২৫০ টাকা মজুরি ৩০০ টাকা করার আশ্বাস দেন। এ নিয়েই বিজেপির সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ৩৫০ করার ভাঁওতা দেন নিরীহ শ্রমিকদের। এ নিয়েই ঋতব্রত বলেন, শ্রমিকদের সুরাহা না করে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি। শ্রমিকরা ওদের ক্ষমা করবেন না। বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়বে। শ্রমিকরা বিজেপির মিথ্যাচারের জবাব দেবেন।

Latest article