ঝড়জল উপেক্ষা করে ভাঙড়ে ঐতিহাসিক শ্রমিক সমাবেশে, কাজ করেই লড়াই চায় আইএনটিটিইউসি

বৃহস্পতিবার বানতলা লেদার কমপ্লেক্সে ভাঙড় ১ নম্বর আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশেও এই বিষয়টিই তুলে ধরা হল।

Must read

প্রতিবেদন : কাজ বন্ধ রেখে আন্দোলন নয়। এই দৃষ্টান্ত স্থাপন করল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, কাজ বন্ধ রেখে কখনওই আন্দোলন নয়। তাঁর স্লোগানই হচ্ছে শিল্পবান্ধব এবং শ্রমিক বান্ধব পরিবেশ। বৃহস্পতিবার বানতলা লেদার কমপ্লেক্সে ভাঙড় ১ নম্বর আইএনটিটিইউসির ডাকে শ্রমিক সমাবেশেও এই বিষয়টিই তুলে ধরা হল।

আরও পড়ুন-হাইকোর্টে জোর ধাক্কা খেলেন বিরোধী দলনেতা

পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি এবং লেদার কারখানায় কাজ হারানো চার শ্রমিকের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে গর্জে উঠল সভা। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য আইএনটিটির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক শওকত মোল্লা, যাদবপুর-ডায়মন্ডহারবার জেলার আইএনটিটিইউসির প্রেসিডেন্ট শক্তিপদ মণ্ডল, সুন্দরবন জেলার আইএনটিটিইউসির প্রেসিডেন্ট পরেশরাম দাস প্রমুখ। আবহাওয়া উপেক্ষা করেই এদিন সমাবেশে শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আরও পড়ুন-তদন্তকারীদের খোঁজ, বাজির মশলায় নাকি বোমা বানাতে গিয়েই বিস্ফোরণ

শ্রমিকদের উদ্দেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে আছেন। তাঁদের নেতৃত্বে আপনাদের প্রাপ্য অধিকার আমরা ছিনিয়ে আনব। পাশাপাশি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার ক্ষমতায় থাকবেন, ততদিন এই রাজ্যে ৮ ঘণ্টার বেশি এক মিনিটও শ্রমিকদের কাজের সময় নির্ধারিত হবে না। বেশি সময় কাজের জন্য ওভারটাইম পাবেন। শ্রমিকদের স্বার্থের জন্য কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই লড়াই করছে।” কাজ হারানো শ্রমিকদের জন্য তিনি বলেন, ‘‘আমরা শ্রমমন্ত্রীর সঙ্গে কথা বলব। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন। আপনারা চিন্তা করবেন না।’’

Latest article