সংবাদদাতা, দুর্গাপুর : এবার সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিল্প-কারখানা বিষয়ে সব অভিযোগ শ্রমিক সংগঠনকে জানাতে পারবেন শ্রমিক ও সাধারণ মানুষ। দুর্গাপুর ইস্পাত কারখানা গেটের বাইরে আইএনটিটিইউসির দুর্গাপুর কোর কমিটির তরফে বুধবার হোয়াটসঅ্যাপ নম্বর সংবলিত বোর্ড লাগানো হল। এই কর্মসূচিতে ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার এবং সংগঠনের কোর কমিটির সদস্য ও শ্রমিকেরা।
আরও পড়ুন-বাংলার তাঁতের গামছা-শাড়িতে গড়া হল জগন্নাথ
ঋতব্রত বলেন, দুর্গাপুর থেকে শুরু হল হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে কারখানা সংক্রান্ত সব অভিযোগ সরাসরি জানানোর কাজ। প্রথমে দুর্গাপুর ইস্পাত কারখানায় এই বিষয়ে বোর্ড লাগানো হল। এরপর মিশ্র ইস্পাত কারখানা ছাড়াও শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায় লাগানো হবে হোয়াটসঅ্যাপ নম্বর লেখা বোর্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই শ্রমিকদের স্বার্থে এই পদক্ষেপ। শুধু শ্রমিকরাই নয়, সাধারণ মানুষও সমস্যা জানাতে পারবেন।