সংবাদদাতা, দুর্গাপুর : অনায়াসেই দুর্গাপুরের এবিএল সমবায় সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল (Trinamool) শ্রমিক সংগঠন। বিরোধীরা কেউ মনোনয়ন জমাই দিতে পারল না নির্ধারিত দু-দিনের মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বৃহস্পতিবার শেষ হয়ে যাওয়ায় কার্যত এই সমবায় জিতে নিল আইএনটিটিইউসি।
আরও পড়ুন-চাকরি বাতিলে চক্রান্ত গল্পে কটাক্ষ দেবাংশুর
বুধবারের মতো এদিনও বিরোধীদের নতুন কেউই মনোনয়নপত্র জমা দিতে আসেননি। গতবারেও এই সমবায় সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় তৃণমূল। এবার ১৫টি আসনের জন্য ভোট হওয়ার কথা ২৪ এপ্রিল। সিটু ৮টি ও আইএনটিইউসি ৭টি আসনে সমঝোতা করে লড়বে বলে মনোনয়ন তুলেও শেষ দিন পর্যন্ত তা জমা না দেওয়ায় স্বাভাবিকভাবেই এই সমবায়ে এবারেও বিনা লড়াইয়ে জিতে গেল তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। ফলে বিজয় আবির খেলে বৃহস্পতিবারই খুশির আনন্দে মাতলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা।