প্রতিবেদন : আরও বিপদে ম্যাকাউট প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় (Payel Banerjee)। ক্লাসে ছাত্রকে বিয়ে করার ভিডিও ভাইরাল হতেই তিনি জানিয়েছিলেন, গোটা দৃশ্যটি অ্যাপ্লায়েড সাইকোলজির অংশ। পরে বয়ান বদলে জানান, সেটি ছিল নাটকের দৃশ্য। এই ঘটনায় দৃশ্যতই বেকায়দায় পড়ে যায় হরিনঘাটার বিশ্ববিদ্যালয়। অধ্যাপিকার বক্তব্য জানার পরেও বিশ্ববিদ্যালয় বাধ্য হয় তাঁকে ছুটিতে পাঠাতে। তৈরি হয় তদন্ত কমিটি। সেই তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে উপাচার্য তাপস চক্রবর্তীর কাছে। সূত্রের খবর, ওই রিপোর্টে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, বিয়ের দৃশ্যটি পাঠ্যক্রমের অংশ ছিল না। ছিল না কোনও নাটকের দৃশ্যও। গোটাটাই ব্যক্তিগত। যার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনও সম্পর্ক নেই। ফলে অধ্যাপিকা শুধু চরম সঙ্কটে পড়লেন তাই নয়, ভাইরাল ভিডিও নিয়ে যে সব যুক্তি দেওয়া হচ্ছিল তা বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিই নস্যাৎ করে দিয়েছে। এই রিপোর্ট শৃঙ্খলারক্ষা কমিটির কাছে পাঠানো হবে। ওই কমিটিই অধ্যাপিকার ভবিষ্যৎ নির্ধারণ করবেন। একইসঙ্গে ওই ছাত্রটিরও ভবিষ্যতের কথাও শৃঙ্খলারক্ষা কমিটি নিশ্চিত করবে। অধ্যাপিকাকে মালা ও সিঁদুর পরিয়ে বিয়ের ভিডিওটি গত ১৬ জানুয়ারি তোলা হয়েছিল বলে খবর। ভিডিওতে অন্যান্য পড়ুয়াদেরও দেখা গিয়েছে ,যারা বিয়ের দৃশ্য রেকর্ড করছিলেন। ক্লাস রুমের মধ্যে এই ধরনের বিয়ের দৃশ্য দেখে চমকে যান সাধারণ মানুষ।
আরও পড়ুন- চিত্তরঞ্জন কলেজ: নয়া সভাপতি শশী পাঁজা, কড়া পদক্ষেপ নিল শিক্ষা দফতর