বঙ্গ

মেদিনীপুর মেডিক্যালে শুরু তদন্ত

প্রতিবেদন : অনেক হম্বিতম্বি করেও পরিস্থিতি বেগতিক বুঝে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবিরতি প্রত্যাহার করল বিপ্লবী ডাক্তাররা। নিজেদের চরম গাফিলতি ও উপরচালাকি ধরা পড়ে যাওয়ায় এরা এখন দিশাহারা। তার ওপর ওই ১২ জন সিনিয়র ও জুনিয়রদের বিরুদ্ধে এফআইআর করে সিআইডি পুরোদমে তদন্ত শুরু করে দিয়েছে। সেখানে পার পাওয়ার জো নেই। কোতোয়ালি থানায় এদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে। এই পরিস্থিতিতে নতুন করে আর গোলমাল পাকানোর ঝুঁকি নেয়নি কেউ। সব থেকে বড় বিষয়, প্রসূতিমৃত্যুতে সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের দায়িত্বজ্ঞানহীনতার ন্যক্কারজনক এপিসোড সকলের সামনে এসে পড়েছে তাই এখন মুখ দেখানোর জো নেই এদের। পিঠ বাঁচাতে এখন নয়াপন্থা খুঁজছে এরা।

আরও পড়ুন-ধর্ষকের মুক্তি নেই: গুড়াপে সাজা ঘোষণায় পুলিশ-বিচার বিভাগকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

এই আবহেই শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপারের দায়িত্বে এলেন সাগর দত্ত মেডিক্যাল কলেজের ডাঃ ইন্দ্রনীল সেন। এদিন বিকেলে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবে আমি মেডিক্যাল কলেজে এসেছি, পুরো বিষয়টা আমি দেখার পরেই আপনাদের সামনে জানাতে পারব। আমাকে একটু সময় দিন সবে দায়িত্ব নিয়েছি, সরকার আমাকে যে যে বিষয়গুলি দেখার জন্য পাঠিয়েছি সেগুলি দেখে, বুঝে নিয়ে তারপর সব বলতে পারব। স্বাস্থ্য ভবন থেকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথ পালন করার চেষ্টা করছি।

আরও পড়ুন-নিরাপদ নন তারকারাই, সইফের হামলাকারী অধরাই

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তদন্তে উঠে এসেছে, সিনিয়র ডাক্তাররা ডিউটির সময় অনুপস্থিত ছিলেন। জুনিয়র ডাক্তাররা ‘কাঁচা হাতে’ অপারেশন করেন। তার জেরে এক প্রসূতি ও এক সদ্যোজাতের মৃত্যু হয়। ভুগতে হয়েছে আরও অনেক মা ও শিশুকে। এই রিপোর্ট হাতে পাওয়ার পরেই সিনিয়র-জুনিয়র মিলিয়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সত্য সমানে আসতেই ফের কর্মবিরতির নাটক শুরু করেন জুনিয়র চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাত থেকেই হাসপাতালের স্ত্রী-রোগ এবং অ্যানাস্থেশিয়া বিভাগের ২২ জন জুনিয়র ডাক্তার কর্মবিরতি ঘোষণা করেন। কর্মবিরতি করে স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করা নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। প্রশ্ন ওঠে, এটা কি চিকিৎসক-সুলভ আচরণ? এরপরই বেগতিক বুঝে কর্মবিরতির রাস্তা থেকে সরে আসেন মেদিনীপুর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা। এদিন সেখানে যাচ্ছেন ‘জুনিয়ার ডক্টরস ফ্রন্টের’ প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে আলোচনায় বসছেন মেদিনীপুর মেডিক্যালের চিকিৎসকেরা।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

34 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

42 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago