তদন্ত চলছে, মালদহের নিহত নেতার স্ত্রী-কে আশ্বাস ডিজির

Must read

প্রতিবেদন : দুষ্কৃতী-দমনে কড়া বার্তা ইতিমধ্যেই দিয়েছেন ডিজি রাজীব কুমার। এবার মালদহে পৌঁছেই নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রীকে দিলেন সুবিচারের আশ্বাস। তিনি জানালেন, পুলিশ সুপারের নেতৃত্বে সুষ্ঠুভাবে তদন্ত চলছে। গোয়ালপোখরে দুই পুলিশ কর্মীকে আক্রান্তের ঘটনায় ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তিনি। শিলিগুড়ির হাসপাতালে আক্রান্তদের দেখতেও যান। এরপর শুক্রবার মালদহে পৌঁছন ডিজি রাজীব কুমার। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা-বিষয়ক বৈঠকও করেন। এরপরই নিহত নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালির সঙ্গে কথা বলেন। উল্লেখ্য, গত ২ জানুয়ারি, মালদহের ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল ওরফে বাবলা সরকার তাঁর নিজের কারখানায় যাচ্ছিলেন। অভিযোগ, সেইসময় বাইকে করে আসা চার দুষ্কৃতী কাউন্সিলরকে ধাওয়া করে। দুষ্কৃতীরা কাউন্সিলরকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় কাউন্সিলরের।

আরও পড়ুন- রাত দখলের নাটকে ছিল যারা, তারাই অশ্লীল-কাণ্ডে অভিযুক্ত, আটক প্রাক্তন বামনেতার ছেলে

Latest article