প্রতিবেদন: নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের নজরে এবার কুন্তল ঘোষের (Kuntal Ghosh) ভুয়ো ওয়েবসাইট। অভিযোগ, পর্ষদের ওয়েবসাইটের আদলেই নিজের ওই ওয়েবসাইট ডিজাইন করেছিল কুন্তল ঘোষ। ওই ওয়েবসাইটকে হাতিয়ার করেই চাকরি প্রার্থীদের বোকা বানিয়ে বিপুল অঙ্কের টাকা তুলেছিল সে। এবার কুন্তলের সেই ওয়েবসাইটের খোঁজ পেয়েছে সিবিআই। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, অযোগ্যদের প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেখানোর জন্য একটি নয়, দু’টি ভুয়ো ওয়েবসাইট খুলেছিল কুন্তল। এবার সেই ভুয়ো ওয়েবসাইটের ডোমেইন কার নামে, কে তৈরি করেছিলেন সেটা, তা জানতে গুগলের (Google) সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই। গুগলকে (Google) ই-মেইল করে এ সংক্রান্ত সব তথ্য জানাতে বলা হয়েছে।
আরও পড়ুন: স্কুল পড়ুয়াদের গবেষণামুখী করার উদ্যোগ, চালু হচ্ছে ‘সামার প্রজেক্ট’