মানস দাস, মালদহ: বিনিয়োগের দরজা খুলছে গোটা উত্তরবঙ্গে (Investment- North Bengal)। উত্তরবঙ্গের শিল্পোদ্যোগীদের পাশাপাশি বাংলাদেশের শিল্পপতিরাও উত্তরবঙ্গে বিনিয়োগ করতে চান। সেই মর্মে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের উদ্যোগপতিরাও আরও বেশি বিনিয়োগ করার উৎসাহ দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিন মালদহে বিজনেস সামিট উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এই সভায় উত্তরবঙ্গের প্রায় শতাধিক উদ্যোগপতি অংশ নেন। অপরদিকে দেশ-বিদেশের প্রায় জনাদশেক শিল্পপতিও অংশ নেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও স্বনির্ভর গোষ্ঠী দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ুন-গুগলের সঙ্গে যোগাযোগ করছে লালবাজার
এ-ছাড়াও ছিলেন উত্তরবঙ্গের (Investment- North Bengal) প্রতিটি জেলার শিল্প আধিকারিকরা। এদিনের আলোচনাসভায় উদ্যোগপতিরা উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় কোন কোন বিভাগে কীভাবে লগ্নি করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁদের মতামত তুলে ধরেন। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মালদহের শিল্পমহল। মালদহের বিশিষ্ট শিল্পপতি আজিজুর রহমান জানান, মাঝারি ও ক্ষুদ্রশিল্পের জন্য বিনিয়োগের উপযুক্ত জায়গা উত্তরবঙ্গ। আমরা চাইব, আমাদের জেলা-সহ বিভিন্ন জেলায় মাঝারি ও ক্ষুদ্রশিল্পে বিনিয়োগ হয়। সাবিনা জানান, এটি একটি মহৎ উদ্যোগ। উত্তরবঙ্গ বিনিয়োগের উপযুক্ত জায়গা। উদ্যোগপতিরা বিনিয়োগ করলে তাঁদের পাশে থাকবে রাজ্য সরকার।