বিনিয়োগ আসছে। তৈরি হচ্ছে একের পর এক হাব-ক্লাস্টার। শিল্পে হাওড়া তার হৃত গৌরব ফিরে পাচ্ছে। বুধবার হাওড়ার পরিষেবা প্রদান ও উন্নয়ন প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শুধু হাওড়াতেই চাকরি হবে লক্ষাধিক। ইতিমধ্যে জেলায় ২০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হয়েছে। আরও সাড়ে ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হল শিল্পে। ৬৭ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে।
আরও পড়ুন- ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন দেড় লাখ মানুষের হাতে পরিষেবা
মুখ্যমন্ত্রী বলেন, এছাড়াও হাওড়া জেলায় ২০ হাজার ৩০০ নতুন শিল্প গড়ার প্রস্তাব রয়েছে। সেখান আরও ১১ হাজার ৫৩৮ কোটি টাকা বিনিয়োগ হবে। এর ফলে ১ লক্ষ ৬০ হাজার নতুন কর্মসংস্থান হবে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পেও হাওড়া ব্যাপক উন্নতি করেছে। রাজ্যের মোট ৪০ শতাংশ ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প রয়েছে এখানে। ৩৫টি ক্লাস্টার তৈরি হয়েছে। প্রায় ৩ লক্ষ মানুষ ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পে হাওড়ায় কাজ করছেন। এছাড়াও একাধিক শিল্পতালুক তৈরি হয়েছে। অনেক হাব তৈরি করা হয়েছে জেলায়। ফাউন্ড্রি পার্ক তৈরি হয়েছে, অঙ্কুরহাটিতে হয়েছে জুয়েলারি হাব। তারপর উলুবেড়িয়ায় একাধিক লজিস্টিক হাব তৈরি হয়েছে। ডোমজুড়ে আইটি হাব করার চেষ্টা করছে রাজ্য সরকার। এছাড়া আরও উন্নয়নের বার্তা দেন মুখ্যমন্ত্রী। ডুমুরজলার নাম হয়েছে সবুজসাথী স্টেডিয়াম। খেলনগরী তৈরি হচ্ছে সেখানে। উলুবেড়িয়া স্টেডিয়ামে দু’টি ব্যাডমিন্টন কোর্ট, শতাধিক মাল্টিজিম তৈরি হয়েছে। তিনি বলেন, উন্নয়নের জোয়ার চলছে জেলা জুড়ে। বাম আমলে হাওড়া একেবারে শেষ হয়ে গিয়েছিল। আমরা নতুন করে হাওড়া গড়ে তুলেছি। উন্নয়নের এই ধারাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে।