শিল্প-কর্মসংস্থানে জোয়ার এসেছে ২০২৪-এর প্রথম দু’মাসেই

সাড়ে ১৮ হাজার কোটির লগ্নি বাংলায়

Must read

প্রতিবেদন : শিল্পে জোয়ার এসেছে বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) জমানায় লগ্নিতে অরুচি বলে যারা সোচ্চার হত, তাদের মুখে চুনকালি মাখিয়ে দিল কেন্দ্রের সরকারই। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্যই বলছে, ২০২৪ সালের প্রথম দু’মাসে বাংলায় নজিরবিহীন বিনিয়োগ এসেছে।
২০২৪-এর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলায় বিদেশি বিনিয়োগ এসেছে সাড়ে ১৮ হাজার কোটি টাকারও বেশি। গত ১০ বছরে ১২ মাস জুড়েও এত টাকা লগ্নি আসেনি, যা এসেছে এ বছরের প্রথম দু’মাসে। কেন্দ্রের রিপোর্টই বলছে, বাংলায় এবার বিনিয়োগ এসেছে বড় শিল্পের জন্য। এমএসএমই-র জন্য এই বিনিয়োগ করেননি শিল্পপতিরা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রক বিনিয়োগ সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় তথ্য দেওয়া হয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত। বিনিয়োগের হিসেব ছাড়াও কোথায় কত লগ্নি হয়েছে, তারও বর্ণনাও রয়েছে তালিকায়।
রিপোর্ট অনুযায়ী জানুয়ারিতে লগ্নি হয়েছে ১৬ হাজার ২৬১ কোটি টাকার। ফেব্রুয়ারিতে লগ্নির পরিমাণ ২ হাজার ২৬৯ কোটি টাকা। এর ফলে প্রস্তাবিত কর্মসংস্থান হতে পারে যথাক্রমে ১১ হাজার ৫৮৫ ও ৪ হাজার ৮৯১ জনের। লগ্নির তালিকায় আছে স্টিল, অ্যালুমিনিয়াম, সালফার প্রভৃতি ক্ষেত্র। এছাড়াও স্টিল কাস্টিং, ইন্ডাস্ট্রিয়াল ইনস্যুলেশন, স্টিল প্রসেসিং, পোশাক, ডাকটাইল আয়রন পাইপ, রেলের বগি সংক্রান্ত শিল্পও রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাংলায় লগ্নির অঙ্ক ছিল মাত্র ১ হাজার ২২৫ কোটি টাকা।
‘ইজ অব ডুইং বিজনেস’-এ গত কয়েক বছরে সামনের সারিতে উঠে এসেছে বাংলা। ফলে বিনিয়োগ আসছে আরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) শিল্পমহলের সঙ্গে যোগাযোগ রেখে কমিটি গড়ে শিল্পকে আলাদা গুরুত্ব দিয়েছেন, তার সুফল পাচ্ছেন এখন। বড় শিল্পের সঙ্গে এমএসএমই’কে যোগ করলে লগ্নির অঙ্ক অনেক গুণ বাড়বে বলে অভিমত শিল্পমহলের।

আরও পড়ুন-দলের স্বার্থে ছেড়েছিলেন পদ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Latest article