রায়ে স্বস্তি আইওএ-র

সমস্যা হল, ফিফার মতো আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশনও কোনও দেশের জাতীয় সংস্থায় তৃতীয় পক্ষের (সিওএ) হস্তক্ষেপ বরদাস্ত করে না।

Must read

নয়াদিল্লি, ১৮ অগাস্ট : তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে সর্বভারতীয় ফুটবল সংস্থাকে নির্বাসিত করেছে ফিফা। একই কারণে নির্বাসনের খাঁড়া ঝুলছিল ভারতীয় অলিম্পিক সংস্থার (আইওএ) ঘাড়েও। কারণ গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, আইওএ-এর দায়িত্ব সামলাবেন তিন সদস্যের প্রশাসনিক কমিটি (সিওএ)। যদিও বৃহস্পতিবার সেই নির্দেশে উপরে স্থগিতাদেশের রায় দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালতের এই রায়ে আপাতত স্বস্তি ফিরেছে আইওএ কর্তাদের।

আরও পড়ুন-বাল্যবিবাহ রোধে পুলিশের সভা

সমস্যা হল, ফিফার মতো আন্তর্জাতিক অলিম্পিক ফেডারেশনও কোনও দেশের জাতীয় সংস্থায় তৃতীয় পক্ষের (সিওএ) হস্তক্ষেপ বরদাস্ত করে না। নির্বাচিত কমিটির বাইরে থাকা কোনও ব্যক্তি বা সংস্থার হাতে পরিচালনার ভার গেলে, সেই দেশকে নির্বাসিত করা হয়। এদিকে, দিল্লি হাইকোর্টের নির্দেশে সেই সম্ভাবনা জোরালো হয়ে গিয়েছিল।

আরও পড়ুন-রাস্তা সারাইয়ে উদ্যোগী বিধায়ক

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্ট যে তিন সদস্যের কমিটি গড়ে দিয়েছিল, তাতে ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অনিল দাভে, প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি এবং বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব বিকাশ স্বরুপ। কথা ছিল এই কমিটিকে সহযোগিতা করবেন অলিম্পিকে সোনাজয়ী শুটার অভিনব বিন্দ্রা, প্রাক্তন অ্যাথলিট অঞ্জু ববি জর্জ এবং বোম্বাইলা দেবী। যদিও এই রায়ের বিরুদ্ধে আবেদন জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আইওএ-এর কর্মকর্তারা।

Latest article