আইপিএল নিলাম ডিসেম্বরে

আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন প্রকাশ্যে। এই বছর ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে ক্রিকেটারদের নিলাম।

Must read

মুম্বই, ১০ অক্টোবর : আগামী বছরের আইপিএল নিলামের সম্ভাব্য দিন প্রকাশ্যে। এই বছর ১৩ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে হবে ক্রিকেটারদের নিলাম। তবে এবার দুবাইয়ে নয়, দেশেই মিনি নিলাম আয়োজন করবে বিসিসিআই। তার আগে আগামী ১৫ নভেম্বরের মধ্যে অংশগ্রহণকারী দশ ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে, কোন খেলোয়াড়দের তারা রেখে দেবে। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, ২০২৬ আইপিএলের নিলাম ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে। ১৩-১৫ ডিসেম্বরের সম্ভাব্য দিনক্ষণ। এবার নিলাম অনুষ্ঠান দেশেই হবে। গত দু’বছর নিলাম হয়েছিল দেশের বাইরে। ২০২৩ সালে দুবাই এবং ২০২৪ সালে সৌদি আরবের জেড্ডায় হয়েছিল নিলাম। এবার অবশ্য মেগা নিলাম হচ্ছে না। তবে মিনি নিলাম হলেও চেন্নাই সুপার কিংসের মতো বড় দলে সবচেয়ে বেশি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-গঙ্গাসাগর সেতুর বরাত পেল এল অ্যান্ড টি

গত মরশুমে আইপিএলের পয়েন্ট তালিকায় সবার নিচে শেষ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। তাই এবার তারা বিজয়শঙ্কর, রাহুল ত্রিপাঠী, দীপ হুডা, ডেভন কনওয়েদের ছেড়ে দিতে পারে। রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়েছেন। তাই তাঁর বিকল্পও নিতে হবে সিএসকে-কে। ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স কী করে, সেটাও দেখার।

Latest article