নয়াদিল্লি, ৪ নভেম্বর : রিটেনশন পর্ব আগেই শেষ হয়েছে। এবার প্রকাশ্যে এল আগামী আইপিএলের মেগা নিলামের তারিখ এবং ভেনুও। চলতি মাসের ২৪ ও ২৫ তারিখ সৌদি আরবের রিয়াধে বসবে আইপিএল নিলামের আসর।
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল যে, নভেম্বরের শেষ সপ্তাহেই আইপিএল নিলামের আসর বসতে চলেছে। একই সঙ্গে চর্চা ছিল, নিলামের আসর বসবে দেশের বাইরে। সোমবার সেই খবরই মান্যতা পেল। ভেনু হিসাবে চূড়ান্ত করা হল সৌদি আরবের রাজধানীকে। সমস্যা হল, ওই সময় অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর সিরিজ চলবে। ওই সিরিজ এবং আইপিএল নিলাম—দুটোই সরাসরি সম্প্রচার করবে একই টিভি চ্যানেল। তাই বিসিসিআইয়ের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে টেস্টের দিনের খেলা শেষ হওয়ার পরেই নিলাম শুরু করা যায়। অস্ট্রেলিয়া ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান অনেকটাই, তাই কোনও সমস্যা হবে না বলেই ভারতীয় বোর্ড আত্মবিশ্বাসী।
আরও পড়ুন-ডেঙ্গি প্রবণ এলাকায় বিনামূল্যে মশারি দেবে রাজ্য!
প্রসঙ্গত, গত আইপিএলের নিলামও বসেছিল দেশের বাইরে, দুবাইয়ে। তবে সেটা ছিল মিনি নিলাম। এবারের আয়োজন আরও বড়। বহু তারকা ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে এবারের নিলামে। এদিকে, রিটেনশন তালিকা জমা দেওয়ার পর, মেগা নিলামে সবথেকে বেশি অর্থ হাতে রইল পাঞ্জাব কিংসের (১১০.৫ কোটি)। এর পরেই রয়েছে আরসিবি। তাদের হাতে রয়েছে ৮৩ কোটি। তিনে দিল্লি (৭৬.২৫ কোটি)। হাতে ৬৯ কোটি রেখে যুগ্মভাবে চার নম্বরে গুজরাট ও লখনউ। কেকেআরের হাতে থাকছে ৫১ কোটি। চেন্নাইয়ের ৫৫ কোটি। এছাড়া মুম্বই এবং হায়দরাবাদের হাতে থাকছে ৪৫ কোটি। সবথেকে কম ৪১ কোটি রয়েছে রাজস্থানের।