মুম্বই, ১৯ ফেব্রুয়ারি : আইপিএলে এবার বাড়তে চলেছে আরও একটা স্টেডিয়াম। কোভিড আবহে লিগের সব ম্যাচই মহারাষ্ট্রে হওয়ার কথা। ফাইনাল-সহ আইপিএল প্লে-অফ হওয়ার কথা আমেদাবাদের নতুন মোতেরা স্টেডিয়ামে। অর্থাৎ মোট ৬টি ভেনুতে হবে খেলা। আগামী সপ্তাহেই আইপিএলের সূচি ঘোষণা করতে পারে বিসিসিআই।
আরও পড়ুন-আ-মরি বাংলা ভাষা!
২৭ মার্চ থেকে শুরু হওয়ার কথা আইপিএল-১৫। এবারের আইপিএলে দু’টো নতুন দল সংযোজন হওয়ায় দলের সংখ্যা বেড়ে হয়েছে ১০। তাই পূর্ব নির্ধারিত পাঁচটি ম্যাচ কেন্দ্রের সঙ্গে আরও একটি স্টেডিয়াম যুক্ত করা হচ্ছে আইপিএল ভেনু হিসেবে। মুম্বইয়ের রিলায়েন্স জিও স্টেডিয়ামে হতে পারে আইপিএলের ম্যাচ। নবনির্মিত এই স্টেডিয়ামে অনুশীলন করে মুম্বই ইন্ডিয়ান্স।
আরও পড়ুন-প্রশ্ন বিস্ফোরণে
সম্প্রচারকারী সংস্থার সবুজ সংকেত মিললেই জিও স্টেডিয়ামে হবে ম্যাচ। কোভিড পরিস্থিতিতে বিমানযাত্রা এড়াতে চাইছে বিসিসিআই। তাই লিগ পর্বের সব ম্যাচ মহারাষ্ট্রে করার পরিকল্পনা বোর্ডের। মুম্বইয়ে রয়েছে ওয়াংখেড়ে ও ব্রেবোর্ন স্টেডিয়াম। নবি মুম্বইয়ে রয়েছে ডি ওয়াই পাতিল স্টেডিয়াম। পুণেতে আছে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়াম। তবে নবি মুম্বইয়ে জিও স্টেডিয়াম সংযোজন হলে ভেনুর সংখ্যা বাড়বে।