আমেদাবাদ, ২৬ মে : রবিবারের আইপিএল ফাইনাল নিয়ে উন্মাদনা তুঙ্গে আমেদাবাদে। টিকিটের হাহাকারে হুড়োহুড়ির জন্য চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। অল্পের জন্য পদপিষ্টের মতো দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর।
আরও পড়ুন-প্রাচীন ভাষাশিক্ষা চর্চায় খুলে গেল নবদিগন্ত, আগামী সপ্তাহে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি
শুক্রবার সকাল থেকে মোতেরা স্টেডিয়ামের কাউন্টার থেকে অফলাইন টিকিট বিক্রি শুরু হয়। ভোর রাত থেকে স্টেডিয়ামের বাইরে লম্বা লাইন, টিকিট কাটার ভিড়। কাউন্টার খোলার মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার অবস্থা। ভিড়ের চাপে কেউ পড়ে গিয়েছেন, তাঁকেই মাড়িয়ে চলে যাচ্ছেন কেউ। একজন অন্যজনের গায়ের উপর চেপে পড়ছেন। ভিড়ের মধ্যে পুরুষ, মহিলা সকলেই ছিলেন। পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকলেও সংখ্যাটা নিতান্ত কম ছিল। তাই টিকিট প্রত্যাশীদের বিশাল ভিড় সামাল দিতে গিয়ে তারা ব্যর্থ হয়। স্টেডিয়ামের বাইরের ভিড়, হুড়োহুড়ির ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন-কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবার ১ জুন
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপুর কিংস ফাইনালে ওঠার পর থেকেই টিকিটের চাহিদা আকাশছোঁয়া। শেষবারের মতো হয়তো ধোনিকে খেলতে দেখার সুযোগ। সেটা হাতছাড়া করতে চান না আমেদাবাদের ক্রিকেটপ্রেমীরা। তার উপর ট্রফির দৌড়ে রয়েছে গুজরাট টাইটান্সও। ফলে ফাইনালের মহার্ঘ্য টিকিট হাতে পেতে চান সকলেই। আইপিএল ম্যাচের টিকিট বিক্রি নিয়ে অব্যবস্থার জেরে প্রশ্নের মুখে পড়ছে আমেদাবাদ ভেনু। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা বোর্ড সচিবের শহরে।