আইপিএল নেতৃত্ব বদলে দিয়েছে হার্দিককে : সানি

তবে দুই ব্যাটিং তারকা রোহিত ও বিরাট যেভাবে স্পিনার মহম্মদ নওয়াজকে উইকেট দিয়ে এসেছেন, তার সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসেরা ওপেনার।

Must read

নয়াদিল্লি, ২৯ অগাস্ট : আইপিএলে গুজরাট টাইটান্সের অধিনায়ক হওয়ার পর থেকেই হার্দিক পান্ডিয়ার খেলা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। দুবাইয়ে রবিবারের ম্যাচের নায়ককে নিয়ে এমনই বক্তব্য সুনীল গাভাসকরের।
তিনি বলেছেন,‘‘আমি শুধু হার্দিকের খেলার কথা বলছি না। গুজরাটের অধিনায়ক হওয়ার পর থেকে খেলা নিয়ে ওর ভাবনাও অন্য মাত্রায় চলে গিয়েছে। ওর মধ্যে পরিস্থিতি অনুযায়ী খেলার ব্যাপার এসেছে। যেটা অসাধারণ। ঈশ্বরকে ধন্যবাদ আমরা হার্দিককে শেষ পর্যন্ত পেয়েছি।” ব্যাট হাতে ভারতকে জয় এনে দেওয়া ছাড়াও হার্দিক রবিবার তিন উইকেট নিয়ে পাকিস্তান ব্যাটিংকে ভেঙেছেন। দুবাইয়ে উইকেটের গতিকে কাজে লাগিয়ে শর্ট বলে পাক ব্যাটারদের নাজেহাল করেন তিনি। গাভাসকর বলেছেন, ‘‘হার্দিক খুব বুদ্ধি করে বাউন্সারকে ব্যবহার করেছে। ওর হাতে বাড়তি পেস আছে। ওর বোলিংয়ে দারুণ ছন্দ আছে। ও উইকেট থেকে বাড়তি পেস আদায় করতে পারে। আর হার্দিক ঠিক সেটাই করছে।” তিনি হার্দিকের সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ খেলা জাদেজারও প্রশংসা করেন। জাদেজা চাপের মুখে ৩৫ রান করেছেন।

আরও পড়ুন-হার্দিকের প্রশংসা শচীন-সৌরভেরও

তবে দুই ব্যাটিং তারকা রোহিত ও বিরাট যেভাবে স্পিনার মহম্মদ নওয়াজকে উইকেট দিয়ে এসেছেন, তার সমালোচনা করেছেন প্রাক্তন বিশ্বসেরা ওপেনার। তিনি মনে করেন, দু’জনেরই শট বাছাই ঠিক হয়নি। ‘‘রাহুল প্রথম বলেই ফিরে গেল। কিন্তু রোহিত ও বিরাটের রান করা উচিত ছিল। বিরাটের কপাল পাশে ছিল। আগে বলতাম ওর কপাল সঙ্গে নেই। এই ম্যাচে ওর ক্যাচ পড়েছে। উইকেটের পাশ দিয়ে বল বেরিয়ে গিয়েছে। তারপরও বিরাট রান পেয়েছে। কিছু ভাল শট নিয়েছে। তবু ওর ৬০-৭০ করে আসা উচিত ছিল। বিরাট আর রোহিত দু’জনেই এমন শটে আউট হয়েছে যা ভুলে যাওয়া ভাল। ” একটি নিউজ চ্যানেলকে বলেছেন তিনি।

Latest article