সাতদিনের জন্য স্থগিত আইপিএল

Must read

মুম্বই, ৯ মে : ভারত-পাকিস্তান সংঘাতের জেরে আপাতত এক সপ্তাহের জন্য আইপিএল (IPL) স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বিসিসিআই। শুক্রবার বেলার দিকে আইপিএল গভর্নিং কাউন্সিলের জরুরি বৈঠকে টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত হলেও বোর্ডের তরফে সরকারি ঘোষণা করা হয় দুপুর ২.৪৭ মিনিটে। পরিস্থিতি বুঝে নিতে সময় নেয় বোর্ড। শুধু নিরাপত্তার কারণ নয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানবিক দিকটাও দেখা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সময়সূচিতে আইপিএল শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে বিকল্প উইন্ডো ভাবা হবে।

বিসিসিআই-এর তরফে এক বিবৃতি বলা হয়, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আইপিএলএক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে। সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি নিজেদের খেলোয়াড়দের উদ্বেগ, অনুভূতির কথা ভাবছে। এই পরিস্থিতিতে ক্রিকেটার, স্পনসর, সম্প্রচারকারী সংস্থা, সমর্থকদের মতামতকেও গুরুত্ব দেওয়া হয়েছে। টুর্নামেন্টের নতুন সময়সূচি ঘোষণা করা হবে। আমরা ভারতীয় সেনাবাহিনীর জন্য গর্বিত। জঙ্গিহানার জবাব দিয়ে ভারত যেভাবে ‘অপারেশন সিঁদুর’ করেছে, তার জন্য বোর্ড কৃতজ্ঞতা জানায় সেনাবাহিনীকে।’

আরও পড়ুন- যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, ভারতের বিদেশমন্ত্রক স্পষ্ট ভাষায় জানিয়ে দিল

ভারত-পাক উত্তেজনার আবহে আইপিএলের(IPL) ম্যাচ হওয়াটা যে দৃষ্টিকটু, তা স্বীকার করে নিয়েছেন গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল। তিনি কাউন্সিল বৈঠকে এদিন জানিয়েছেন, যেখানে দেশে যুদ্ধের পরিস্থিতি সেখানে আইপিএলের মতো বিনোদনমূলক ক্রিকেট দেখতে খারাপ লাগছে। একদিকে যখন ভারতীয় সেনা লড়াই করছে তখন আইপিএলের ম্যাচে ডিজে বাজছে, চিয়ারলিডাররা নাচছেন— এটা দেশবাসীর কাছে ভাল বিজ্ঞাপন নয়। তাই টুর্নামেন্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে বেশি সময় ব্যয় করতে হয়নি। দ্রুত দশটি ফ্র্যাঞ্চাইজিকেও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় বোর্ডের তরফে। নতুন সূচিতে কীভাবে বাকি ১৫টি ম্যাচ আয়োজন করা যায়, তা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

Latest article