নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর : আইপিএলপ্রেমীদের (IPL tickets) জন্য খারাপ খবর। বুধবার জিএসটি-র যে নতুন কাঠামো ঘোষিত হয়েছে, তাতে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়তে চলেছে। এর আগে আইপিএলের টিকিট কেনার সময় ২৮ শতাংশ জিএসটি দিতে হত। এবার দিতে হবে ৪০ শতাংশ জিএসটি। কারণ কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসাবেই চিহ্নিত করেছে। ফলে ম্যাচ দেখার জন্য দর্শকদের সর্বোচ্চ কর দিতে হবে।
আরও পড়ুন-শ্রেয়ার গানে হবে বিশ্বকাপ বোধন
ধরা যাক, আইপিএলের (IPL tickets) কোনও একটি ম্যাচের টিকিটের দাম ১ হাজার টাকা। এতদিন জিএসটি-সহ দিতে হত ১২৮০ টাকা। সেটা এবার বেড়ে হবে ১৪০০ টাকা। এর উপর রয়েছে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও। ফলে আরও কয়েকশো টাকা অতিরিক্ত খরচ হবে। একই ভাবে ২ হাজার টাকার টিকিটের দাম ২৫৬০ টাকার বদল বেড়ে হবে ২৮০০ টাকা। ৬৪০ টাকার টিকিট কেনার জন্য দিতে হবে ৭০০ টাকা।
তবে আইপিএল ম্যাচের টিকিটের দাম বাড়লেও, অন্য কোনও ক্রিকেট ম্যাচের টিকিটে ১৮ শতাংশ জিএসটি চালু থাকছে। এছাড়া যে কোনও আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টের টিকিটের উপরেও ১৮ শতাংশ জিএসটি থাকছে। তবে ছাড় থাকছে ৫০০ টাকার কম দামের টিকিটে। প্রসঙ্গত, আগামী ২২ সেপ্টেম্বর থেকে নতুন জিএসটি-র হার কার্যকর হবে।