প্রতিবেদন : হিজাব বিরোধী আন্দোলন সমর্থন করায় এবার গ্রেফতার হলেন সে দেশের অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তি (Taraneh Alidoosti)। ইরানে সরকার-বিরোধী বিক্ষোভে আন্দোলনে শামিল হয়েছিলেন তিনি। হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। ৩৮ বছর বয়সি এই অভিনেত্রী দ্য সেলসম্যান ছবিতে নায়িকা (Taraneh Alidoosti) ছিলেন। ২০১৬ সালে ছবিটি অস্কার পুরস্কার পায়। এছাড়াও ইরানের একাধিক জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন আলিদুস্তি। ইরান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তারানেহর গ্রেফতারির বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মধ্যপ্রাচ্যের একাধিক চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
ইরানে হিজাব বিরোধী আন্দোলনের উত্তাপ ক্রমশই চড়ছে। ইরানের এই আন্দোলনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ভিন দেশেও। এই আন্দোলন কড়া হাতে দমনের রাস্তায় নেমেছে ইরান সরকার। আন্দোলন সমর্থন করার কারণে সেদেশে বেশ কয়েকজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যার মধ্যে মহিলাও আছেন। পুলিশি হেফাজতেও মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকী, হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করায় কাতার বিশ্বকাপে খেলা দেশের ফুটবলাররাও সরকারের রোষানলে পড়েছেন। সম্প্রতি আন্দোলনকারী মহিলাদের দমন করতে তাঁদের গোপনাঙ্গ লক্ষ্য করে পেলেট ছোঁড়া হয়েছে। পেলেটের আঘাতে অনেকেই জখম হয়েছেন। ৮ ডিসেম্বর ইরানে সরকার-বিরোধী আন্দোলনে প্রথম কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার পরই আলিদুস্তি ইনস্টাগ্রামে এক পোস্ট করেন। তাতে তিনি দেশের সরকারের উদ্দেশে লেখেন, এত বড় একটা আমানবিক ঘটনার পরেও সরকার নীরব রয়েছে। সরকারের এই নীরবতা নির্যাতক আর নিপীড়কদের সমর্থন করছে। ইরান সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলির নিষ্ক্রিয়তা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। বিক্ষোভ দমানোর একটি ছবি পোস্ট করে তার নিচে তিনি লেখেন, প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা, যারা এই নিষ্ঠুর অত্যাচার ও রক্তপাত বসে বসে দেখছে, কোনও সঠিক পদক্ষেপ নিচ্ছে না, তারা মানব জাতির কলঙ্ক।
আরও পড়ুন-সোনার বল মেসির, বুট এমবাপের