হিসোর, ১ সেপ্টেম্বর : কাফা নেশনস কাপের (CAFA Nations Cup) দ্বিতীয় ম্যাচে ইরানের কাছে ০-৩ গোলে হার ভারতের। ফিফা র্যাঙ্কিংয়ের ২০ নম্বরে থাকা শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে লড়াই করলেও, রক্ষণের ভুলে তিন গোল হজম করল খালিদ জামিলের দল।
অথচ ম্যাচে (CAFA Nations Cup) প্রথম সুযোগ তৈরি করেছিল ভারতই। তৃতীয় মিনিটেই বল নিয়ে ইরানের বক্সে ঢুকে পড়েছিলেন আশিক কুরুনিয়ন। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি। এর পর থেকেই দাপট দেখাতে থাকেন ইরানিরা। ৬ মিনিটে ইরানি মিডফিল্ডার রুজবেশ চেসমির জোরালো শট বাঁচান গুরপ্রীত সিং সান্ধু। ২৯ মিনিটে ফের দলকে পতনের হাত থেকে রক্ষা করেন গুরপ্রীত।
প্রবল শক্তিশালী প্রতিপক্ষকে ৫৮ মিনিটে পর্যন্ত আটকে রেখেছিলেন খালিদ জামিলের ছেলেরা। কিন্তু ৫৯ মিনিটে ইরানকে এগিয়ে দেন উইঙ্গার আমিরহোসেনইন হোসেনজাদে। ভারতীয় বক্সে ক্রস ভাসিয়েছিলেন আরেক ইরানি ফুটবলার জাদেগান। বল বিপন্মুক্ত করতে করতে ব্যর্থ হন রাহুল ভেকে। গোল করতে কোনও ভুল করেননি ওত পেতে থাকা হোসেনজাদে।
আরও পড়ুন-ডার্বির নায়ক দিমিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল
এর পরেও ইরানের একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল ভারতীয় রক্ষণে। তবে দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছিলেন সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলিরা। ৭৩ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নামেন ইরানের সেরা স্ট্রাইকার মেহদি তারেমি। সদ্য ইন্টার মিলান ছেড়ে অলিম্পিয়াকোসে যোগ দেওয়া তারেমি নামার পর ইরানের আক্রমণের ধার আরও বেড়েছিল।
৮৯ মিনিটে দ্বিতীয় গোল তুলে নেয় ইরান। এই গোলের আক্রমণ শুরু হয়েছিল তারেমির পা থেকেই। তাঁর পাস থেকে বল পেয়ে জোরালো শট নিয়েছিলেন জাহানবখশ। সেই শট গুরপ্রীতের হাত ছুঁয়ে পোস্টে লেগে ফিরে আসতেই গোল করেন আলি আলিপোর। এরপর ৯৬ মিনিটে তৃতীয় গোল। এবার জাহানবকশের থ্রু থেকে বল পেয়ে গোল করে যান তারেমি।
এদিনের হারের পর, টিকে থাকার জন্য ভারতকে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, দুই গ্রুপের দুই সেরা দল সরাসরি ফাইনাল খেলবে। আর দ্বিতীয় স্থানে শেষ করা দু’টি দল তৃতীয় স্থান নির্ধারণ ম্যাচে মুখোমুখি হবে।