রুশদি-হামলায় জড়িত নয় ইরান

Must read

প্রতিবেদন : ঘটনার তিনদিন পর মুখ খুলল ইরান (Iran- Salman Rushdie)। জানাল, সলমন রুশদির উপর হামলার ঘটনায় তাদের কোনও হাত নেই। ইরানের বিদেশমন্ত্রকের মুখপাত্র নাসির কান্নানি সোমবার জানান, রুশদির উপর হামলার সঙ্গে ইরানের কোনও সম্পর্ক নেই। তাই কারও অধিকার নেই ইরানকে দোষারোপ করার। শুক্রবার রুশদির (Iran- Salman Rushdie) উপর হামলার পর, অনেকেরই সন্দেহ ছিল কট্টরপন্থী ইসলামি রাষ্ট্র ইরানের দিকে। শেষ পর্যন্ত ইরান সরকারিভাবে এই অভিযোগ অস্বীকার করল। অন্যদিকে রুশদিকে কোপানোর পর এফবিআইয়ের জেরার মুখে পড়তে হয় হাদির মা সিলভানা ফেরদৌসকে। এফবিআইয়ের কর্তাদের সিলভানা পরিষ্কার জানিয়েছেন, তিনি ছেলের সঙ্গে কথা বলতে মোটেই আগ্রহী নন। নিজের কৃতকর্মের ফল তাকেই ভোগ করতে হবে। পাশাপাশি লেবাননে গিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎই তাঁর ছেলেকে বদলে দিয়েছে বলে দাবি করেন হাদির মা।

আরও পড়ুন: ৩.৮ কোটি টাকা দিয়ে সুইমিং পুল ঋষির!

Latest article