প্রতিবেদন : দেশের প্রাক্তন সহকারী প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান। আলিরেজা ব্রিটিশ-ইরানি নাগরিক। সংবাদ সংস্থা সিএনএন আলিরেজার মৃত্যুদণ্ড কার্যকর করার খবর জানিয়েছে। এর আগে বুধবার আলিরেজার পরিবারকে শেষবারের মতো তাঁর সঙ্গে দেখা করতে জেলে যেতে বলা হয়েছিল।
বৃহস্পতিবারই আলিরেজার স্ত্রী জানিয়েছিলেন, আলিরেজার মৃত্যুদণ্ড কার্যকর করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে ইরান। ইতিমধ্যেই তাঁকে নির্জন কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে আলিরেজাকে দোষী সাব্যস্ত করেছে ইরান।
আরও পড়ুন-রাহুলের পদযাত্রায় হাঁটতে হাঁটতেই মৃত্যু সাংসদের
২০১৯ সালে তাঁকে গ্রেফতার করেছিল ইরান পুলিশ। যদিও আলিরেজা তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছিলেন। অন্যদিকে ব্রিটেনও ইরানকে আলিরেজার মৃত্যুদণ্ড কার্যকর না করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছিল। ব্রিটেনের বিদেশমন্ত্রী জেমস ক্লেভারলি ট্যুইট করে অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্য ও প্রতিহিংসা চরিতার্থ করতেই আলিরেজাকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান সরকার। এটা ইরান সরকারের বর্বরোচিত কাজের উদাহরণ। এ থেকেই বোঝা যাচ্ছে, মানুষের জীবন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। উল্লেখ্য, আলিরেজা ইরানের সংস্কারপন্থী প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ খাতামির সময় সেদেশের সহকারী প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।