মেয়েদের বিয়ের নূন্যতম বয়স হোক ৯ বছর! বিতর্কিত প্রস্তাবের জেরে ইরাকে প্রতিবাদ

Must read

মেয়েদের বিয়ের নূন্যতম বয়স হোক ৯ বছর। যাতে মাত্র ৯ বছর বয়সেই মেয়েদের বিয়ে দেওয়া যায় তার জন্য প্রস্তাব আনল ইরাক। আর এরপরই ইরাকজুড়ে (iraq) শুরু হয়েছে আন্দোলন। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ মহিলারা। দিকে দিকে হচ্ছে প্রতিবাদ।

বর্তমানে ইরাকে (iraq) মহিলাদের বিয়ের আইনি বয়স ১৮ বছর। এবার সেই আইন বদল করতে উদ্যোগী সেদেশের ন্যায় মন্ত্রক। ইরাকের সংসদে প্রস্তাব পেশ করে বলা হয়েছে, অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়া আটকানোর জন্য এই প্রস্তাব আনা হয়েছে। আরও জানানো হয়েছে যে, মেয়েদের বিয়ের নূন্যতম বয়স থেকে ৯ বছর এবং ছেলেদের বিয়ের বয়স হোক ১৫।

আরও পড়ুন-বিধায়ক হুমায়ুনকে দেখেই ডেবরার রাস্তায় কনভয় থামিয়ে কাজের প্রশংসা মুখ্যমন্ত্রীর!

ইউনিসেফের মতে, আইন থাকার পরেও ইরাকের ২৮ শতাংশ মেয়ের ১৮ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। এই পরিস্থিতিতে যদি নতুন করে আইন পাশ হয় তাহলে নারীমৃত্যু, গার্হস্থ্য হিংসার মতো সমস্যাও আরও বাড়বে।

Latest article