প্রতিবেদন : টিকিট বুকিং নিয়ে চালু হচ্ছে নয়া নিয়ম (IRCTC Changes Rules)। ১২০ দিনের পরিবর্তে এবার ৬০ দিন আগে শুরু হবে দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রি। বুধবার এমনই সিদ্ধান্ত নিয়েছে রেল বোর্ড ও রেলমন্ত্রক। আগামী ১ নভেম্বর থেকেই এই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে। যদিও বিদেশি যাত্রীদের জন্য ৩৬৫ দিন আগে থেকে টিকিট বুক করে রাখার যে নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত থাকছে। এদিকে নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যাঁরা ইতিমধ্যেই টিকিট কেটে ফেলেছেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়মে কোনও প্রভাব পড়বে না। ভারতীয় রেলের নিয়ম অনুযায়ী, দূরপাল্লার কোনও ট্রেনে সফর করার জন্য মোটামুটি ৪ মাস আগে থেকেই টিকিট কেটে রাখতে হয়। নাহলে সময়ের সঙ্গে আসনের সংখ্যা কমতে থাকে। তাই কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে ১২০ দিন আগে থেকেই তা সেরে ফেলতে হয়। তবে এই অগ্রিম বুকিংয়ে অনেকক্ষেত্রেই সমস্যায় পড়তে হয় যাত্রীদের। সেই কথা ভেবেই এবার ৪ মাসের পরিবর্তে ২ মাস আগে থেকে টিকিট বুকিং সিস্টেম চালু করছে রেল। তবে ৬০ দিন আগে বুকিংয়ের (IRCTC Changes Rules) ক্ষেত্রেও টিকিট বাতিলের নিয়ম একই থাকছে।
আরও পড়ুন- প্রয়াত অভিনেতা দেবরাজ রায়, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর