সপ্তাহের প্রথমদিনেই বেহাল আইআরসিটিসির (IRCTC) ওয়েবসাইট। সম্পূর্ণ অকেজো হয়ে রয়েছে ট্রেনের টিকিট বুকিংয়ের ওয়েবসাইট। এর ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। টিকিট বুকিং করা যাচ্ছে না। এছাড়া কোন অভিযোগ জানানো যাচ্ছে না। সূত্রের খবর, আইআরসিটিসির ওয়েবসাইটে ডাউনটাইম চলছে। আগামী এক ঘণ্টার জন্য ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই কোনও ই-টিকিটের সুবিধা পাওয়া যাবে না। যাত্রীদের কিছুক্ষণ পর চেষ্টা করতে বলা হয়েছে।
আরও পড়ুন-একসঙ্গে রাজধানীর ৪০টি স্কুলে বোমা রাখার হুমকি মেইল
কিন্তু জরুরি ভিত্তিতে টিকিট বুকিং করতে গিয়ে চরম সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। যারা তৎকালে টিকিট বুকিং করছিলেন, তারা চিন্তায় রয়েছেন আদৌ ওয়েবসাইট চালু হবে কি না। চালু হলেও, কখন হবে এবং তখন আর তৎকালের টিকিট পাওয়া যাবে কিনা সব নিয়েই চিন্তাগ্রস্ত যাত্রীরা। এমনিতেই চলতি বছর ভারতীয় রেল দুর্ঘটনার নিরিখে শিরোনামেই রয়েছে। যাত্রী নিরাপাত্তা প্রশ্নের মুখেই রয়েছে। তার মধ্যে আবার প্রযুক্তিগত সমস্যায় রীতিমত জেরবার দেশবাসী।