জলের লাইনে বেনিয়ম বরদাস্ত নয় : মুখ্যমন্ত্রী

পিএইচই

Must read

প্রতিবেদন : মানুষের কাছে জল পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। যারা এক্ষেত্রে বাধার সৃষ্টি করবে এবং যারা আপোস করবে, মদত দেবে বেআইনি কাজে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে সরকার। কোনও সরকারি অফিসার বা পুলিশ যে-ই জড়িত থাকবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসকদের সঙ্গে জল-বৈঠকে এভাবেই কড়া মনোভাব স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একেবারে জেলা ধরে তথ্য-পরিসংখ্যান তুলে ধরে মুখ্যমন্ত্রী দেখিয়ে দেন, কোথায় কী কারণে কত লক্ষ মানুষ জল পাচ্ছে না। বৈঠকে জনস্বাস্থ্য কারিগরি অধিদফতরের মন্ত্রী পুলক রায়, পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার, জলসম্পদমন্ত্রী মানস ভুঁইয়া-সহ সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসক, মহকুমাশাসক ও বিডিওদের আরও দ্রুততার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন। যেসব সংস্থা রাজ্য সরকারের কাছ থেকে কাজের বরাত পেয়েছে, অথচ কাজ করেনি, তাদের পেনাল্টি করা-সহ ব্ল্যাকলিস্ট করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- হরিয়ানায় শিশুকন্যাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ-খুন! বিজেপি ‘মেরুদন্ডহীন’ তোপ তৃণমূলের

এদিন বিধানসভায় তাঁর ঘরেই জেলাশাসক-সহ সকলকে নিয়ে ভার্চুয়াল মিটিং করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ছাড়াও ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, আগের মিটিংয়ের পর ৪৪৮টা অভিযোগ পেয়েছি। মনে রাখবেন জলের পাইপ কাটা যায় না, এটা বেআইনি। সমীক্ষা না করেই ঠিকাদাররা পাইপ বসাচ্ছে। আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। কতগুলো পাইপ রেস্টোরেশন করা হয়েছে, সেটা আপডেট করতে হবে। ৩৮,০৭৯ জায়গায় পাইপের সমস্যা দক্ষিণ চব্বিশ পরগনাতে পেয়েছি। বারবার বলেছি কোনও পুলিশ বিডিও প্রশাসনের কেউ কম্প্রোমাইজ করবেন না। বিডিওরা ব্যবস্থা করে দিন, যাতে মানুষের কাছে খাবার জল পৌঁছোতে পারে। দক্ষিণ ২৪ পরগনা নিয়ে অনেকদিন থেকেই অভিযোগ কানে আসছিল। আগে জল পৌঁছোবে, তারপর সেখানে নতুন করে জমি দেব। কালিম্পং সব থেকে ভাল, এখানে অভিযোগ একদম শূন্য। পানীয় জল চাষের জমিতে ব্যবহার করা হচ্ছে। ১৮ হাজারের বেশি জায়গায় জল অপচয় হচ্ছে। আইন সবার জন্য সমান। আইনে কখনও বৈষম্য হয় না। সব জেলার সমীক্ষা দেখে রিপোর্ট নিয়ে বসতে হবে, সমস্ত কমপ্লেন জিরো করে দিতে হবে। সব থেকে বেশি জল অপচয় পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। ১ লক্ষ ৩৪ হাজার ৪৭ লক্ষ পরিবার ও রেলওয়ের প্রায় ৫০ লক্ষ মানুষ জল পাচ্ছে না। বিবিসির জন্য জল পাচ্ছে না সবথেকে বেশি মানুষ। ৩ লক্ষ ৯৪ হাজার ৯২১টি পরিবার প্রায় ২০ লক্ষ লোক ডিভিসির জন্য জল পাচ্ছে না। খালি বন্যার জন্য জল ছাড়ে, কিন্তু পানীয় জল দেয় না। আইডব্লিউএআই প্রায় ১১ লক্ষ মানুষ এদের জন্য জল পাচ্ছে না। কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না বলে, প্রায় ৫০ লক্ষ মানুষ জল পাচ্ছে না। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের কাছে জল পৌঁছে দিতে। শুধু পাইপ ফেলে রাখলে হবে না। যেখানে জল পৌঁছেছে। সেখানে কিছু মানুষ পাইপ কেটে নিজেদের স্বার্থসিদ্ধি করছে। এটা ক্রিমিনাল অফেন্স। আইসি, এসপির নজরে আনবেন। জমি কেনা থেকে পাইপ নিয়ে যাওয়া, বিদ্যুৎ দেওয়া, মেন্টেনেন্স করা ৯০ শতাংশ রাজ্যের টাকা খরচ হয়। ৫৫ হাজার কোটি টাকা রাজ্যের এই খাতে খরচ হয়েছে। রাজ্য সরকার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য নয়, পাবলিকের জন্য খরচ করে। আমরা চাই সব মানুষ জল পাক। জীবন জীবিকা রক্ষা হোক।

Latest article