বর্ষার মুখে উত্তরবঙ্গ জুড়ে সেচ দফতরের উদ্যোগ, নদীবাঁধ মেরামতির কাজ

সামনে বর্ষা তাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খুলেছে সেচ দফতর। কোথাও কোনও সমস্যা হলে তড়িঘড়ি কন্ট্রোল রুমে খবর আসবে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বর্ষার আগে উত্তরবঙ্গ জুড়ে সমস্ত বাঁধ মেরামতির কাজ শেষ করল সেচ দফতর। প্রতি বছর বর্ষার আগে এই মেরামতি করা হয়। কারণ বর্ষায় বিভিন্ন নদীর জল বেড়ে যাওয়ার কারণে শহর এলাকায় জল ঢুকে বন্যার আকার নেয়। সেই কারণে শুধুমাত্র বিভিন্ন নদীবাঁধ মেরামতের জন্য আলাদা করে অর্থ বরাদ্দ থাকে সেচ দফতরের।

আরও পড়ুন-ডেঙ্গু নিয়ে সতর্ক স্বাস্থ্য দফতর

শুধু বাঁধ মেরামতি নয়, সামনে বর্ষা তাই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কন্ট্রোল রুম খুলেছে সেচ দফতর। কোথাও কোনও সমস্যা হলে তড়িঘড়ি কন্ট্রোল রুমে খবর আসবে। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় নদী থাকার কারণে সেসব জায়গায় বন্যার প্রবণতা বেশি দেখা দেয়। কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর মালদা জেলায় বাড়তি সর্তকতা জারি করা রয়েছে বলেও সেচ দপ্তর সূত্রে জানা গেছে। তবে বিভিন্ন বাঁধগুলি নিরাপত্তার জন্য সেচ দপ্তরের কর্মীরা ২৪ ঘণ্টা নজরে রাখছে। রাজ্যের সেচ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, প্রতিবছর বর্ষার আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে সমস্ত বাঁধগুলি রয়েছে তা মেরামতি করা হয়ে থাকে যাতে বন্যার সময় বাঁধের কোনও ক্ষতি না হয়। এছাড়াও বাঁধগুলিকে কঠিন নিরাপত্তা সাথে ২৪ ঘন্টা নজরে রাখা হয়। কোনও সমস্যা হলেই তড়িঘড়ি তা ব্যবস্থা নেওয়া হয়। বর্ষার আগে দপ্তরের আধিকারিক ও কর্মীরা তৎপর থাকে বলেও জানিয়েছেন মন্ত্রী সৌমেনবাবু।

Latest article