প্রশাসনিক বৈঠকে সেচমন্ত্রী, ধমক দিলেন আধিকারিকদের

বৈঠকে সেচ দফতর-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের রীতিমতো ধমকধামক দেন মন্ত্রী মানস।

Must read

সংবাদদাতা, ঘাটাল : বন্যার জল কমতেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের অগ্রগতি বাড়াতে জেলা প্রশাসন ও ঘাটাল মাস্টার প্ল্যান মনিটরিং কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া, মঙ্গলবার, ঘাটাল টাউন হলে।

আরও পড়ুন-সবে তো শুরু, কোচের সঙ্গে বার্তা গুরপ্রীতেরও

বৈঠকে সেচ দফতর-সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের রীতিমতো ধমকধামক দেন মন্ত্রী মানস। বলেন, পুজোয় সব আধিকারিকদের ছুটি বাতিল, আধিকারিকদের স্মৃতিভ্রংশ হচ্ছে, সেই কারণে সমস্ত বিষয় নোট করতে ভুলে যাচ্ছেন, আমি কোনও কথা শুনব না। সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার আশিস দত্ত ও ঘাটাল মহকুমা সেচ দফতরের আধিকারিক উজ্জ্বল মাখাল-সহ বিভিন্ন আধিকারিকদের ধমক দিয়ে এমনই বলেন সেচমন্ত্রী। এছাড়া উপস্থিত ছিলেন সেচ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি তথা অতিরিক্ত মুখ্যসচিব মণীশ জৈন, জেলাশাসক খুরশিদ আলি কাদরি-সহ জেলা, মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মন্ত্রী সবাইকে একজোট হয়ে ঝাঁপিয়ে পড়তে বলেন যাতে দ্রুত প্রকল্প রূপায়ণ করা যায়।

Latest article