প্রতিবেদন : দক্ষিণ দিনাজপুরের একটি কালী মন্দিরে ১০ হাজার পশু বলির উপর নিষেধাজ্ঞার আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। এবার সেই মামলাতেই বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের অবকাশকালীন বেঞ্চ জানিয়ে দিল, পূর্ব ভারতের প্রতিটি মানুষ নিরামিষাশী হবেন এই আশা করা কার্যত অবাস্তব। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে, অবকাশকালীন বেন্স এডভোকেট জেনারেল কিশোর দত্তের কথাও টেনে আনেন।
আরও পড়ুন-প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সবার পিছনে ভারত, আন্তর্জাতিক মানদণ্ডে মুখ পুড়ল কেন্দ্রের
এই মামলার শুনানিতে বিচারপতির মন্তব্য, যদি গোটা পূর্ব ভারতের সকলকে নিরামিষাসি করা মামলাকারীর চূড়ান্ত লক্ষ্য হয় তবে তার সম্ভব নয়। এডভোকেট জেনারেল মাছ না খেয়ে একদিনও থাকতে পারেন না। সঙ্গে সঙ্গে এই কথায় সম্মতি জানান এজি। বলেন, আমি ভীষণভাবে আমিষভোজী। আদালতের পর্যবেক্ষণ, এইসব উৎসবের মধ্যে মানুষের ধর্মীয় আবেগ জড়িয়ে থাকে। অনেকের বিশ্বাসও জড়িয়ে থাকে। তাই কোনভাবেই পাঁঠাবলীর ওপর হস্তক্ষেপ করা যাবে না।