প্রথম বাঙালি-মহিলা হিসেবে ইন্ডিয়ান আইডল কি মানসীই

রিয়োলিটি শো-এ কে জিতবে? দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ নাকি খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী? তা নিয়ে নেটিজেনদের নানা মত

Must read

প্রতিবেদন : ইন্ডিয়ান আইডলের গ্র্যান্ড ফিনালের আগে পারদ চড়ছে। কে জিততে চলেছে এবারের প্রতিযোগিতা। প্রথম বাঙালি এবং প্রথম মহিলা হিসেবে কি মানসীই এবার ইতিহাসে নাম লেখাতে চলেছে? ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে শ্যুট। ইন্ডিয়ান আইডলের মঞ্চ ছেড়ে বিজেতারাও ফিরেও গিয়েছেন নিজ নিজ শহরে। সোশাল মিডিয়ায় ফাঁস হয়ে গিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়নের নাম। সেইমতো মানসীর মাথায় উঠতে চলেছে সেরার মুকুট। দ্বিতীয় স্থানাধিকারী শুভজিৎ চক্রবর্তী। ইন্ডিয়ান আইডলের প্রথম দুই স্থান অর্জন করতে চলেছেন বাঙালি দুই শিল্পী, সেটিও নজির।

আরও পড়ুন-সেরা থাকতে দৃঢ়প্রতিজ্ঞ সাঁওতালডিহি

রিয়োলিটি শো-এ কে জিতবে? দমদম পাইকপাড়ার মেয়ে মানসী ঘোষ নাকি খড়গপুরের ছেলে শুভজিৎ চক্রবর্তী? তা নিয়ে নেটিজেনদের নানা মত। ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর টপ ৬ ফাইনালিস্টদের মধ্যে তিনজনই বাঙালি। দিন দুই আগেই তিন বাঙালি ফাইনালিস্ট মানসী ঘোষ, শুভজিৎ চক্রবর্তী ও প্রিয়াংশু দত্তকে একটি ছবিতে দেখা যায়। তিনজনের প্লেনের ভিতরের ছবি মানসী ঘোষ শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। মানসী ও শুভজিৎ পাশাপাশি বসে। পাশে দাঁড়িয়ে ভিকট্রি সাইন দেখাচ্ছেন প্রিয়াংশু। ছবিটি তোলা হয়েছে প্লেনের ভিতরে। এবার সেরা ছয়ে রয়েছেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, স্নেহা শঙ্কর, চৈতন্য দেবাদে ও অনিরুদ্ধ সুসওয়ারাম।
সুপার সিঙ্গার সিজন ৩-এর দ্বিতীয় স্থানাধিকারী মানসী। এবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে স্বপ্নপূরণের লক্ষ্যে মানসী। শুভজিৎ নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। বাবার কাছেই প্রাথমিকভাবে গান শেখা। শুভজিৎ ইতিমধ্যেই ‘মোস্ট ভার্সাটাইল’-এর খেতাব পেয়েছেন শ্রেয়া ঘোষালের থেকে।

Latest article