প্রতিবেদন : বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসাবে গণ্য করার দাবিতে একাধিক পিটিশন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সোমবার শীর্ষ আদালতে ওই পিটিশনের শুনানিতে কেন্দ্রের মতামত জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে এই আবেদনের শুনানি হচ্ছে। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন পি এস নরসিমা এবং জে বি পারদিওয়ালা। তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে তার মতামত দাখিল করতে বলেছে৷
আরও পড়ুন-আরভিএমে আপত্তি তৃণমূলের
প্রধান বিচারপতি এদিন জানিয়েছেন, কেন্দ্রের মতামত জানার পর ২১ মার্চ থেকে ওই সব আবেদনের চূড়ান্ত শুনানি শুরু হবে৷ শুনানিতে কেন্দ্রের তরফে সলিসিটের জেনারেল তুষার মেহতা বলেন, এই ইস্যুটির সমাজে এক গভীর প্রভাব আছে। তাই এটা ভাল করে বিচার-বিবেচনা করে দেখা দরকার। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিভিন্ন রাজ্যের মতামত জানতে চেয়েছে। উল্লেখ্য, এর আগে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে গণ্য করার আবেদনের প্রেক্ষিতে বিভক্ত রায় দিয়েছিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের ওই রায়ের প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়। এর আগে ২০১৭ সালে কেন্দ্র এক হলফনামায় সুপ্রিম কোর্টকে জানিয়েছিল, বৈবাহিক ধর্ষণকে তারা অপরাধ হিসেবে গণ্য করবে না। যদিও পরে কেন্দ্র আবারও জানায়, বৈবাহিক ধর্ষণ নিয়ে তাদের মতামত পুনর্বিবেচনা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের স্পষ্ট মত জানতে চায় কোর্ট৷