মুম্বই, ৪ সেপ্টেম্বর : সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর ফের কোনও মহাতারকা বোর্ড সভাপতির চেয়ারে বসতে চলেছেন। এমনই এক জল্পনা ছড়িয়ে পড়েছে ক্রিকেটমহলে। খেলোয়াড় জীবনে এই তারকা শুধু একগুচ্ছ রেকর্ড গড়েননি, ক্রিকেট ঈশ্বরের আসনেও তাঁকে বসানো হয়েছে। শচীন তেন্ডুলকর (BCCI-Sachin Tendulkar) সত্যিই রজার বিনির চেয়ারে বসছেন কি না সেই নিশ্চয়তা অবশ্য কোথাও নেই। কেউ একটি শব্দও বলেনি। কিন্তু জল্পনা চলছে।
৭০ বছর বয়স হয়ে যাওয়ায় এই দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন বিশ্বকাপ জয়ী প্রাক্তন অলরাউন্ডার রজার বিনি। সেপ্টেম্বরের শেষে বোর্ড (BCCI-Sachin Tendulkar) নির্বাচন। লোধা আইনে ৭০-এর পর আর অফিস বেয়ারার হিসাবে থাকা যায় না। বোর্ড সভাপতি, সহ সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ এই বিধিনিষেধের মধ্যে পড়েন। বিনির পর কোনও হেভিওয়েট কাউকে সভাপতির চেয়ারে বসানোর প্রয়াস চলছে। ক্রিকেট কিংবদন্তির নাম সেই হিসেবেই এসেছে।
আরও পড়ুন-জিএসটির ধাক্কায় আরও দামি হল আইপিএল টিকিট
ইংল্যান্ডে গত টেস্ট সিরিজের সময় এই ভাবনার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল বলে খবর। শচীন তখন ইংল্যান্ডে ছিলেন। তাঁর ও অ্যান্ডারসনের নামে ছিল ট্রফি। তাঁকে নাকি সেখানেই এই অনুরোধ করা হয়েছিল। তবে তিনি প্রস্তাবে রাজি হয়েছিলেন কি না সেটা জানা যায়নি। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে লিটল মাস্টারের একগুচ্ছ এনডোর্সমেন্ট। অনেক বিজ্ঞাপনেই দেখা যায় তাঁকে। বোর্ড সভাপতি হলে সেসব ছেড়ে আসতে হবে।
গত জুলাইয়ে বিনির ৭০ বছর হয়ে যাওয়ার পর অর্ন্তবর্তী সভাপতি হিসাবে কাজ চালাচ্ছিলেন রাজীব শুক্লা। শোনা যাচ্ছিল তিনিই পরবর্তী বোর্ড সভাপতি হতে চলেছেন। কিন্তু সৌরভের পর বিনি এবং তারপর ফের কোনও ক্রিকেটারকে গুরুদায়িত্ব দেওয়ার ট্র্যাডিশন বাস্তবায়িত হলে শুক্লার আর সভাপতি হওয়ার সুযোগ নেই। তিনি যদি সহ-সভাপতি পদে ফিরতে চান ভাল, নাহলে আইপিএল চেয়ারম্যান হওয়ার সুযোগ থাকছে। বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমলের ছ’বছর হয়ে যাওয়ায় তাঁকে হয়তো কুলিং অফ পিরিয়ডে যেতে হবে। এছাড়া সচিব হিসাবে দেবজিৎ সাইকিয়ার দায়িত্বে থেকে যাওয়ার ব্যাপারটা পাকাই।