প্রতিবেদন: ফের পাকিস্তানের সন্ত্রাসবাদী পরিকল্পনার পর্দাফাঁস। ভারতে সক্রিয় পাকিস্তানি জঙ্গিদের স্লিপার সেল। পহেলগাঁও হামলায় ২৬ জনের মৃত্যুর পরে সেই তথ্য প্রকাশ্যে এসে মোদি সরকারের আমলে দেশের নিরাপত্তা ও নজরদারির গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। তারপরই গোটা দেশে সব ধরনের স্লিপার সেলের বিরুদ্ধে পদক্ষেপে তৎপর হয়েছে কেন্দ্রীয় এজেন্সিগুলি। কেন্দ্রীয় এজেন্সি এনআইএ সেই সূত্রেই মুম্বই থেকে এবার গ্রেফতার করল দুই পাক মদতপুষ্ট স্লিপার সেল সদস্যকে।
আরও পড়ুন-সেনার তথ্য হাতাতে পাকিস্তানের জাল
শনিবার ২ স্লিপার সেল সদস্যকে মুম্বই বিমানবন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশন গ্রেফতার করেছে। তারা আইএসআইএস-এর স্লিপার সেলের সদস্য বলে দাবি এনআইএর। এদের নাম-আবদুল্লা ফাইয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং তালহা খান। সূত্রের খবর, ওই দু’জনই বেশ কয়েক মাস ধরে ইন্দোনেশিয়ার জাকার্তায় লুকিয়ে ছিল। শুক্রবার রাতেই ভারতে ফিরেছিল তারা। গোপনে খবর পেয়ে বিমানবন্দরের টার্মিনাল ২-এ আগে থেকেই ওঁত পেতে ছিলেন গোয়েন্দারা এবং সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয়।
এনআইএ সূত্রে দাবি করা হয়েছে, ২০২৩ সালে পুণেতে এই দু’জন আইইডি বিস্ফোরক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে যুক্ত ছিল। এই কাজের জন্যই মূলত আইএসআইএস তাদের পাঠিয়েছিল এবং তারপর থেকেই ওই দু’জন ভারতে স্লিপার সেল হিসাবে কাজ করা শুরু করে। গোটা দেশের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ছক ছিল তাদের। কিন্তু বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার পরই ধৃতরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল।
শুক্রবার রাতে দু’বছর পরে ভারতে ফিরেছিল তারা। তাদের নামে আগেই জামিন অযোগ্য ধারায় মামলা ছিল। তাদের নামে ৩ লক্ষ টাকা পুরস্কারেরও ঘোষণা করা হয়েছিল। পুণেতে বসে আইএস-এর জন্য ঠিক কী ধরনের কাজ করত এই দুই স্লিপার সেল, জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…