বেঙ্গালুরুর মহড়া, সুনীল নিয়ে জল্পনা

Must read

প্রতিবেদন : আইএসএল ফাইনালই কি যুবভারতীতে সুনীল ছেত্রীর (Sunil Chhetri) শেষ ম্যাচ? জল্পনা তুঙ্গে। কোচ ও ফেডারেশনের অনুরোধে সাড়া দিয়ে অনিচ্ছা সত্ত্বেও অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন। সুনীলের ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই খবর। সূত্রের খবর, আগামী মরশুমে ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই তাঁর। জাতীয় দলের হয়েও আগামী এক বছর ধরে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের সব ম্যাচ হয়তো তিনি খেলবেন না। সেটা হলে সেপ্টেম্বরে নতুন মরশুমের আইএসএলে আর খেলতে দেখা যাবে না সুনীলকে।
ভারতীয় ফুটবল আইকন অবশ্য এখনও নিজের ফর্ম ও ফিটনেসে কম যাচ্ছেন না। চলতি আইএসএলে ১৪ গোল করার পাশাপাশি দু’টি গোলে সহায়তা করেছেন। সেমিফাইনালের দ্বিতীয় লেগে গোয়ার বিরুদ্ধে উড়ন্ত হেডে গোল করে বেঙ্গালুরুকে ফাইনালে তুলেছেন। বৃহস্পতিবার দুপুরে বেঙ্গালুরু দলের সঙ্গে শহরে আসেন সুনীল (Sunil Chhetri)। রাতে যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে ফাইনালের প্রস্তুতিও শুরু করে বেঙ্গালুরু দল। কলকাতা সুনীলের সেকেন্ড হোম। দু’বছর আগে ফাতোরদায় মোহনবাগানের কাছে টাইব্রেকারে হেরেই আইএসএল কাপ হাতছাড়া হয়েছিল সুনীলদের। এবার যুবভারতীর শব্দব্রহ্ম থামিয়ে জবাব দেওয়ার পরীক্ষা বেঙ্গালুরুর। সেটা হলে যুবভারতীতে তাঁর ক্লাব ফুটবলে সম্ভাব্য ‘বিদায়ী মঞ্চ’ স্মরণীয় হয়ে থাকতে পারে।

আরও পড়ুন- সেট পিসে জোর মোহনবাগানে, নিঃশেষিত ফাইনালের টিকিট

Latest article